'আবার দেখা হবে'! প্রয়াত সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে অভিনব উদযাপন শেহনাজের

Last Updated:
Shehnaaz on Sidharth Birth Anniversary : সিদ্ধার্থ শুক্লা নেই, তবে তিনি রয়ে গিয়েছেন শেহনাজের মনে, ভক্তদের মনে৷
1/7
মৃত্যুর পর দ্বিতীয় জন্মদিন৷ সিদ্ধার্থ শুক্লা নেই, তবে তিনি রয়ে গিয়েছেন শেহনাজের মনে, ভক্তদের মনে৷ সেইজন্য রাত ১২টা বাজতেই কেক কেটে সিদ্ধার্থের জন্মদিন পালন করলেন অভিনেত্রী৷ (ছবি : ইনস্টাগ্রাম)
মৃত্যুর পর দ্বিতীয় জন্মদিন৷ সিদ্ধার্থ শুক্লা নেই, তবে তিনি রয়ে গিয়েছেন শেহনাজের মনে, ভক্তদের মনে৷ সেইজন্য রাত ১২টা বাজতেই কেক কেটে সিদ্ধার্থের জন্মদিন পালন করলেন অভিনেত্রী৷ (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
2/7
সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই কেকের ছবি শেয়ার করেছেন৷ কেকে লেখা অভিনেতার জন্মদিনের তারিখ ১২.১২৷ (ছবি : ইনস্টাগ্রাম)
সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই কেকের ছবি শেয়ার করেছেন৷ কেকে লেখা অভিনেতার জন্মদিনের তারিখ ১২.১২৷ (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
3/7
কালো টাক্সিডো পরা সিদ্ধার্থের হাসিমুখের এটি ছবি দিয়ে শেহনাজ় লেখেন, ‘‘তোমার সঙ্গে আবার দেখা হবে। সঙ্গে একটা সাদা হার্ট ও পরির ইমোজি।’ (ছবি : ইনস্টাগ্রাম)
কালো টাক্সিডো পরা সিদ্ধার্থের হাসিমুখের এটি ছবি দিয়ে শেহনাজ় লেখেন, ‘‘তোমার সঙ্গে আবার দেখা হবে। সঙ্গে একটা সাদা হার্ট ও পরির ইমোজি।’ (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
4/7
বিগ বস ১৩’র (Bigg Boss 13) সিজনে সবার মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সিদ্ধার্থ শুক্লা এবং তাঁর জুটি মানুষের ঠোঁটের কোণায় হাসি এনে দিত বারবার। “সিদ্ধার্থ আমাকে সব সময় হাসিখুশি দেখতে চাইতেন।” এ কথাই জানালেন শেহনাজ। (ছবি : ইনস্টাগ্রাম)
বিগ বস ১৩’র (Bigg Boss 13) সিজনে সবার মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সিদ্ধার্থ শুক্লা এবং তাঁর জুটি মানুষের ঠোঁটের কোণায় হাসি এনে দিত বারবার। “সিদ্ধার্থ আমাকে সব সময় হাসিখুশি দেখতে চাইতেন।” এ কথাই জানালেন শেহনাজ। (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
5/7
সিডনাজ জুটি মানুষের মনে কতটা প্রভাব ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজকে নিয়ে চিন্তায় ছিলেন মানুষ। তবে জীবন তো থেমে থাকে না। আবার স্বাভাবিক জীবনে ফিরছেন শেহনাজ। (ছবি : ইনস্টাগ্রাম)
সিডনাজ জুটি মানুষের মনে কতটা প্রভাব ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজকে নিয়ে চিন্তায় ছিলেন মানুষ। তবে জীবন তো থেমে থাকে না। আবার স্বাভাবিক জীবনে ফিরছেন শেহনাজ। (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
6/7
সিদ্ধার্থের ছায়া তাঁকে ছেড়ে দেয়নি। বারবার মনে করেছেন বন্ধুর কথা। (ছবি : ইনস্টাগ্রাম)
সিদ্ধার্থের ছায়া তাঁকে ছেড়ে দেয়নি। বারবার মনে করেছেন বন্ধুর কথা। (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
7/7
সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে এক মাসেরও বেশি সময় ধরে মিডিয়ার আলো থেকে দূরে থেকেছেন। (ছবি : ইনস্টাগ্রাম)
সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে এক মাসেরও বেশি সময় ধরে মিডিয়ার আলো থেকে দূরে থেকেছেন। (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement