দুই বাংলার যুগলবন্দী! 'হাওয়া'-এর গানে বন্ধুত্বের সুর তুললেন অনির্বাণ-চঞ্চল
- Published by:Aryama Das
Last Updated:
অনির্বাণ ভট্টাচার্যের “বল্লভপুরের রুপকথা” দেখে এলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
#কলকাতা: দুই বাংলা আজ মিলেমিশে একাকার। দু'দেশের দুই অভিনেতা দু'জনেরই পছন্দের। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। সম্পর্কটা অনেকদিনের। “হাওয়া” দেখতে নন্দনে এসেছিলেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। এইবার বিষয়টা হল ঠিক উল্টো। “বল্লভপুরের রুপকথা” দেখে এলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরির ফেসবুক পোস্ট ইতিমধ্যেই নেটমাধ্যমে ভক্তদের ভীষণ খুশি করেছে৷ একসঙ্গে গান ধরেছেন অনির্বাণ-চঞ্চল৷ “হাওয়া”-এর জনপ্রিয় সেই গান, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী... ভক্তেরা কমেন্টে প্রসংশার বন্যা বইয়ে দিয়েছে৷ ক্যাপশনে চঞ্চল চৌধুরি লিখেছেন, "অনির্বাণের সাথে সম্পর্কটা অনেক দিনের… খুব ভালো অভিনেতা সে… নির্মাতা হিসেবেও তাঁর দক্ষতা প্রমাণ করে ফেলেছে… “হাওয়া” দেখতে নন্দনে এসেছিল সেবার… এবার আমি দেখে এলাম ওর “বল্লভপুরের রুপকথা”… কি অসাধারন নির্মাণ!!! কি চমৎকার অভিনয় সবার……!!!! প্রধান অভিনেতা সত্যম সাথেই ছিল❤️❤️একরাতে আড্ডায় বসেছিলাম আমরা॥
advertisement
advertisement
ভিডিও করেছিল খুশী…"
ভক্তদের কমেন্টে শুধুই খুশির “হাওয়া”৷ একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, "দাদা আপনি এবং অনির্বাণ অসাধারণ যুগলবন্দী। একসাথে এপার ওপার বাংলা।" অপর একজন লিখেছেন, "আহা, অপুর্ব ডুয়েট! শুভেচ্ছা আর শুভকামনা"৷ এছাড়াও দুই দেশ থেকে প্রচুর শুভেচ্ছা এসেছে দুই বাংলার দুই অভিনেতার জন্য৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2022 11:00 PM IST