ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার

Last Updated:
কুকিজ দিয়ে বড়দিনের সূচনা করেছে হামি ২-এর শিল্পীরা, রইল ছবি।
1/5
২০১৮ সালে 'হামি' -র বিপুল সাফল্যের পর, 'হামি ২' (Haami 2) নিয়ে দর্শকদের উৎসাহের শেষ নেই।
২০১৮ সালে 'হামি' -র বিপুল সাফল্যের পর, 'হামি ২' (Haami 2) নিয়ে দর্শকদের উৎসাহের শেষ নেই।
advertisement
2/5
প্রথমে কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে অতিমারীর জন্যে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত বছর ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) জুটি পরিচালিত ও উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Productions House) এই ছবির। এই ক্রিসমাসেই বড় পর্দায় আসছে হামি ২।
প্রথমে কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে অতিমারীর জন্যে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত বছর ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) জুটি পরিচালিত ও উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Productions House) এই ছবির। এই ক্রিসমাসেই বড় পর্দায় আসছে হামি ২।
advertisement
3/5
গার্গী রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখার্জি, খরাজ মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অঞ্জন দত্ত সহ ৩ নবাগত শিশু অভিনেতা (ঋতোদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা এবং অরিত্রিকা চৌধুরী) রয়েছেন অভিনয়ে।
গার্গী রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখার্জি, খরাজ মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অঞ্জন দত্ত সহ ৩ নবাগত শিশু অভিনেতা (ঋতোদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা এবং অরিত্রিকা চৌধুরী) রয়েছেন অভিনয়ে।
advertisement
4/5
কেকস-এর রাউডন স্ট্রিট আউটলেটে হামি ২-এর বিশেষ কেক এবং পেস্ট্রি লঞ্চ করেছে। অনুষ্ঠানটি এতটাই আনন্দের এবং রঙিন ছিল যে যেন এটি কেক পেস্ট্রি এবং কুকিজ দিয়ে বড়দিনের সূচনা করেছে। হামি ২ শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।
কেকস-এর রাউডন স্ট্রিট আউটলেটে হামি ২-এর বিশেষ কেক এবং পেস্ট্রি লঞ্চ করেছে। অনুষ্ঠানটি এতটাই আনন্দের এবং রঙিন ছিল যে যেন এটি কেক পেস্ট্রি এবং কুকিজ দিয়ে বড়দিনের সূচনা করেছে। হামি ২ শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।
advertisement
5/5
শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “বড়দিন মানেই কেক। আমরা ২৩ ডিসেম্বর হামি ২ রিলিজ করতে প্রস্তুত। বাচ্চাদের জন্য ক্রিসমাসের ঠিক আগেই কেকস হামি ২ স্পেশাল কেক লঞ্চ করছে। আমি বিশ্বাস করি বাচ্চারা যেমন কেক এবং পেস্ট্রি পছন্দ করে, তেমনি তারা আমাদের সিনেমাও পছন্দ করবে’’।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “বড়দিন মানেই কেক। আমরা ২৩ ডিসেম্বর হামি ২ রিলিজ করতে প্রস্তুত। বাচ্চাদের জন্য ক্রিসমাসের ঠিক আগেই কেকস হামি ২ স্পেশাল কেক লঞ্চ করছে। আমি বিশ্বাস করি বাচ্চারা যেমন কেক এবং পেস্ট্রি পছন্দ করে, তেমনি তারা আমাদের সিনেমাও পছন্দ করবে’’।
advertisement
advertisement
advertisement