ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার
- Published by:Aryama Das
Last Updated:
কুকিজ দিয়ে বড়দিনের সূচনা করেছে হামি ২-এর শিল্পীরা, রইল ছবি।
advertisement
প্রথমে কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে অতিমারীর জন্যে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত বছর ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) জুটি পরিচালিত ও উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Productions House) এই ছবির। এই ক্রিসমাসেই বড় পর্দায় আসছে হামি ২।
advertisement
advertisement
advertisement