আজ রাতে আমি আসছি! দিদি নম্বর ১-এর মঞ্চ থেকে ছেলে রৌনককে ধমক রচনার
- Published by:Aryama Das
Last Updated:
প্রোমো দেখে আপনিও বেজায় ভয় পাবেন। সঞ্চালকের আসন থেকেই রচনা তাঁর ছেলেকে দিলেন হুমকি।
#কলকাতা: দিদি নম্বর ১-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এতটাই জনপ্রিয় এই শো এবং শোয়ের হোস্ট যে রচনাকে এখন দিদি নম্বর ১ হিসেবে ডাকেন অনেকে৷ গত ১০ বছরে বাঙালির ড্রইং রুমে চা হাতে নিয়ে জি বাংলার দিদি নম্বর না দেখলে কি আর সন্ধ্য়েটা জমে? রোজ রোজ নতুন অতিথির আনাগোনা, সেলেব্রিটি হোক বা সাধারণ মানুষ, তাঁদের জীবনের গল্প বলেন তাঁরা, আর প্রশ্ন করেন একজনই, তিনি রচনা। তবে এইবার নিজের ছেলেকে ধমক দিলেন দিদি নম্বর ১-এর মঞ্চ থেকে।
advertisement
advertisement
দিদি নম্বর ১-এর মহারবিবার। 'Super Sunday ধামাকায়' অংশগ্রহণ করতে এসেছেন - "মায়েদের সঙ্গে আপনাদের প্রিয় শিল্পীরা"। তবে তাঁর প্রোমো দেখে আপনিও বেজায় ভয় পাবেন। সঞ্চালকের আসন থেকেই রচনা তাঁর ছেলেকে দিলেন হুমকি। "আজ রাতেই তোর ফোন চেক করতে আসছি"-একেবারে আঙুল দেখিয়ে ধমক দিলেন অভিনেত্রী। ভয় পেল কি ছেলে রৌনক?
advertisement
রৌনক বসু,অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। মায়েদের কাছে ছেলেরা বরাবরই একটু বেশিই প্রিয় হয়। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদেরও তৈরি হয় আলাদা দুনিয়া। সেইখানে বন্ধু-বান্ধব, সোশ্যাল মিডিয়া, নতুন মানুষ জায়গা করে নেয়৷ বেশ কিছু পরিবর্তন আসে৷ রাত জেগে ফোনে কী করে রৌনক? জানতে চান মা রচনা৷
advertisement
সব মায়ের মতোই বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর৷ সব মায়েদের সঙ্গে নিজের দুঃখ শেয়ার করতে করতে ধমক দিয়েই বসলেন আজ৷ নায়িকার কথায়, “আমি প্রতি দিন রাতে আমার সঙ্গে ওকে শুতে বলি। কিছুতেই ঘরে ঢুকতে দেয় না।’’ক্যামেরার সামনে ধমক দিয়ে বললেন, “রৌনক, আজ রাতে আমি আসছি তোর কাছে, তোর ফোন চেক করতে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2022 8:47 PM IST