সুখবর! ফের পর্দায় গুনগুন-সৌজন্য জুটি, সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস, লীনার গল্পে নয়া মোড়

Last Updated:

Trina Saha : পর্দায় ফের আসছে গুনগুন-সৌজন্য জুটি। তবে এখানেই শেষ নয়, আরও বড় চমক রয়েছে...

#কলকাতা: ফের পর্দায় তৃণা সাহা-কৌশিক রায়। সন্ধ্যেবেলা টিভি খুললেই গুনগুন আর সৌজন্যের খিটিরমিটির না হলে যেন জমত না দর্শকের৷ সিরিয়াল শেষ হওয়ার পরে এই জুটিকে আর দেখতে পাবে না বলে বেশ দুঃখও হয়েছিল দর্শকদের৷ তবে তাঁদের জন্য খুশির সংবাদ এনে দিলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়৷ পর্দায় ফের আসছে গুনগুন-সৌজন্য জুটি। তবে এখানেই শেষ নয়, আরও বড় চমক রয়েছে এইখানে, সঙ্গে থাকবেন ইন্দ্রাশিস রায়। তাঁকে এই মুহূর্তে দর্শক দেখছেন লীনা অন্য ধারবাহিক ‘ধুলোকণা’-এ। তবে কি আবার ত্রিকোণ প্রেম?
স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায় এইবার রাজনৈতিক প্রেক্ষাপটেই নতুন মেগার গল্প সাজাচ্ছেন৷ গল্পের নায়িকা তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করেছিল নিউজ১৮বাংলা৷ তিনি জানান, "আমি এখনও কিছু জানি না৷ সিরিয়ালের নাম, চরিত্রের নাম এখনও জানানো হয়নি আমায়৷ এটুকুই জানি সিরিয়ালটা হচ্ছে৷ স্টার জলসা এবং লীনা দি বলেছে, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি৷"
advertisement
advertisement
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাঁর বিপরীতে কাকে দেখা যাবে? উত্তরে তিনি জানান, "কৌশিক (রায়) রয়েছে৷ সঙ্গে রয়েছে ইন্দ্রাশিস রায়।" বোঝাই যাচ্ছে ফের প্রাইম টাইম মাতাতে আসছে আরেক মেগা সিরিয়াল৷ এই মুহূর্তে নায়িকার ঝুলিতে একগুচ্ছ কাজ। তাঁর আগামী সিরিজ ‘গভীর জলের মাছ’-এর প্রচার শুরু হয়েছে। এছাড়াও কথা চলছে নতুন কাজের৷
advertisement
তৃণাকে প্রশ্ন করা হয়, সম্প্রতি নীলের নতুন সিরিয়াল এসেছে স্টার জলসাতেই৷ এ তো বেশ টক্কর হবে৷ বাড়িতেও কি টক্কর চলে কাজ নিয়ে? উত্তরে অভিনেত্রী জানান, "কোনওদিনই কম্পিটিশন ছিল না আমাদের মধ্যে, এর আগেও ও অন্য চ্যানেলে ছিল, আমি অন্য চ্যানেলে ছিলাম৷ সবসময়ই একটা হেলদি ব্যপার ছিল৷ বাড়িতে তো আসলে আমার কাছে আর্টিস্ট নীল নয়, আমিএ এই তৃণা নই৷ তবে হ্যাঁ ওই কোনটা বেশি ভাল লাগছে, ওই ক্রিটিসিজমটা রয়েছে আমাদের মধ্যে৷"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুখবর! ফের পর্দায় গুনগুন-সৌজন্য জুটি, সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস, লীনার গল্পে নয়া মোড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement