'তোমার ওই এক্সপ্রেশনই...' বিরাটকে নিয়ে এ কী লিখে ফেললেন অনুষ্কা! তোলপাড়

Last Updated:

বিরুষ্কা মানে একে অপরের প্রতি বিশ্বাসের উদাহরণ। বিরুষ্কা যেন প্রেম ও বিয়ের অন্য এক সমীকরণ!

#মুম্বই: পাঁচ বছর। কিন্তু বিরাট কোহলি ও অনুষ্কা শর্মারও মনে হচ্ছে, এই তো সেদিন বিয়ে হল! চারটে বছর দেখতে দেখতে কেটে গেল। আজ তাঁদের বিয়ের জন্মদিন। এদেশে সেলেব্রিটি কাপল-এর অভাব নেই। তবে তাঁরা যেন স্বতন্ত্র। বিরুষ্কা মানেই ভালবাসার আলাদা একটা প্রতিচ্ছবি। বিরুষ্কা মানে একে অপরের প্রতি বিশ্বাসের উদাহরণ। বিরুষ্কা যেন প্রেম ও বিয়ের অন্য এক সমীকরণ!
advertisement
advertisement
অনুষ্কা শর্মার মজার পোস্ট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তোলপাড়৷ সেই পোস্টের ছবিতে ৭টা সুন্দর ছবি রয়েছে, সেইখানে এক এক ছবির এক একটা ক্যপশন দিয়েছেন৷ ক্যপশনে তিনি লিখেছেন, "আমাদের উদযাপন করতে এই সুন্দর ছবিগুলি পোস্ট করার জন্য আজকের চেয়ে ভাল দিন আর কীই বা হতে পারে, আমার ভালবাসা! ছবি ১ - আমি জেনেছি যে তুমি সবসময় আমার পিছনে রয়েছ, ছবি ২- আমাদের হৃদয়ে চিরকাল কৃতজ্ঞতা থাকবে তোমার জন্য ছবি ৩ - তুমি দীর্ঘ এবং বেদনাদায়ক ব্যথার পর একদিন হাসপাতালের বিছানায় বিশ্রাম নিচ্ছ, ছবি ৪ - সবকিছুতে ভাল স্বাদ বজায় রাখা, ছবি ৫- কিছু সহকর্মী হিসেবে ছবি, ছবি ৬- তোমার অনন্য এক্সপ্রেশনের জন্য আমার বেশিরভাগ ছবি পোস্ট করতে পারব না। ছবি ৭- আমাদের জন্য চিয়ার্স, আমার ভালবাসা আজকের, আগামীকালের এবং চিরকালের" তারসঙ্গে রয়েছে সেই ৭ অমূল্য ছবি৷
advertisement
View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

advertisement
বিরাট কোহলিও পিছিয়ে নেই এই দৌড়ে৷ তিনি নিজেদের একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন৷ সেইখানে ক্যপশনে লিখেছেন, "অনন্তকালের জন্য যাত্রায় ৫ বছর পূর্তি। তোমাকে পেয়ে আমি কত ধন্য, আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি"
advertisement
পাঁচ বছরের দাম্পত্য জীবনে তাঁদের ঘিরে রেখেছে ভালবাসা, আদর, আবদার, আলো। তাঁদের প্রেম জীবনে অন্ধকারের কোনও জায়গা নেই। অনেকে বলেন, বিয়ের পর আর প্রেম থাকে না। কেউ কেউ তো এমনও উপদেশ দেন, প্রেমিকাকে বিয়ে করতে নেই! কিন্তু এসব বাধা-ধরা গণ্ডির বাইরে গিয়ে প্রেমের নতুন ইনিংস খেলেছেন বিরাট-অনুষ্কা। প্রেম, তার পর বিয়ে, তার পরে আবার নতুন করে প্রেম। তাঁদের যে একে অপরকে ভালবাসতে কোনও ক্লান্তি নেই। রোজই যেন তাঁরা একে অপরকে নতুন করে আবিষ্কার করেন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তোমার ওই এক্সপ্রেশনই...' বিরাটকে নিয়ে এ কী লিখে ফেললেন অনুষ্কা! তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement