Pathaan box office: 'পাঠান'কে রোখে সাধ্য কার! এবার যা রেকর্ড করলেন কিং খান, কাঁপিয়ে দিল আকাশ-বাতাস
- Published by:Sanchari Kar
Last Updated:
Pathaan box office: শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পাঠান'। বিদেশের প্রেক্ষাগৃহগুলিতেও রমরমিয়ে চলছে শাহরুখের ছবি।
মুম্বই: 'পাঠান' জ্বরে কাবু বক্স অফিস। ভারত তো বটেই, বিদেশেও শাহরুখ খানের এই অ্যাকশন-থ্রিলার নিয়ে উত্তেজনা কিছু কম নয়। সুদূর উত্তর আমেরিকায় নতুন রেকর্ড গড়ল ছবিটি।
জানা গিয়েছে, পাঁচ দিনে ৫০০ কোটি টাকা এসেছে 'পাঠান'-এর ভাঁড়ারে। ভারতে ২০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পাঠান'। বিদেশের প্রেক্ষাগৃহগুলিতেও রমরমিয়ে চলছে শাহরুখের ছবি। বক্স অফিসের হিসেবনিকেশেও সেই ছাপ স্পষ্ট।
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
advertisement
advertisement
উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসেবে শাহরুখে ছবির প্রথম দিনের আয় সর্বোচ্চ। মুক্তির দিন ছবিটির আয় প্রায় ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার।
উত্তর আমেরিকায় সেই ৬৯৪টি প্রেক্ষাগৃহে সাম্প্রতিক কালে যে ক'টি ছবি মুক্তি পেয়েছে, সেগুলির তুলনায় পাঠানের আয়ের গড় সবচেয়ে বেশি।
advertisement
হলিউডকেও টক্কর দিচ্ছে শাহরুখের 'পাঠান'। ব্যবসার নিরিখে 'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার', 'পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ', 'আ ম্যান কলড ওটো'র মতো ছবিগুলির সঙ্গে এক তালিকায় সামিল শাহরুখের ছবি।
জানা গিয়েছে, বিশ্বজুড়ে মোট আট হাজারটি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। তরণের ট্যুইট অনুযায়ী, দেশে সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাবে 'পাঠান'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 2:57 PM IST