Pathaan Beats Baahubali 2: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
- Published by:Teesta Barman
Last Updated:
Pathaan Beats Baahubali 2: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি এবার পিছনে ফেলে দিল রাজামৌলীকেও। দক্ষিণী পরিচালকের ছবি ‘বাহুবলী ২’ এবং যশের ‘কেজিএফ ২’-এর হিন্দি ডাবড ভার্সন আজ পর্যন্ত বক্স অফিস কালেকশনের তালিকায় প্রথম দুই স্থান দখল করেছিল।
মুম্বই: ৫৭ বছর বয়সে দুরন্ত গতিতে ছুটছেন শাহরুখ খান। ‘পাঠান’ বেশে ঝড়ের গতিতে এক এক করে মাইলফলক পেরোচ্ছেন বলিউড কিং। কেতা নিয়ে প্রবেশ করে গেলেন ২০০ কোটির ক্লাবে (সারা বিশ্বে ব্যবসার নিরিখে)। দু’দিনে ২৩১ কোটি টাকার লক্ষ্মীলাভ। এবার দৌড় ৩০০ কোটি ক্লাবের দিকে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মসের এই ছবি এবার পিছনে ফেলে দিল এস এস রাজামৌলীকেও। দক্ষিণী পরিচালকের ছবি ‘বাহুবলী ২’ এবং যশের ‘কেজিএফ ২’-এর হিন্দি ডাবড ভার্সন আজ পর্যন্ত বক্স অফিস কালেকশনের তালিকায় প্রথম দুই স্থান দখল করেছিল। তাদেরও টেক্কা দিল শাহরুখের এই ছবি।
#Pathaan at *national chains*… Day 3 [Friday]… Update: 6 pm.#PVR: 6.40 cr#INOX: 4.80 cr#Cinepolis 2.80 cr Total: ₹ 14 cr FANTASTIC. Note: Comparative study at *national chains*… ⭐️ #War - *entire Day 1* [holiday]: ₹ 19.67 cr ⭐️ #Brahmastra - *entire Day 1*: ₹ 17.18 cr pic.twitter.com/EdrhFVN3Un
— taran adarsh (@taran_adarsh) January 27, 2023
advertisement
advertisement
পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে হিন্দি ছবির মধ্যে সবথেকে বেশি ব্যবসা করল ‘পাঠান’। তাও কেবল ৩ দিনে। প্রথম হিন্দি ছবি, যা দেশে এক দিনে ৭০ কোটি টাকা তুলে নিয়েছে। ২৫ জানুয়ারি, বুধবার মুক্তি পাওয়ার পর প্রথম দু’দিনের তুলনা যদিও তৃতীয় দিন খানিক কম ব্যবসা হয়েছে। শুক্রবার এই ছবি লক্ষ্মীলাভ হয়েছে ৩৫ কোটি টাকা। তিন দিনে মোট আয় ১৬০ কোটি টাকা।
advertisement
আরও পড়ুন: টলি বনাম বলি যুদ্ধে নামব না, আগে নিজেদের মধ্যে বিবাদ মিটুক, পাঠান নিয়ে লিখলেন দিলখুশের পরিচালক রাহুল
কিন্তু সপ্তাহান্তে ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত প্রথম দু’টি স্থানে ছিল ‘বাহুবলী ২’ (১২৭ কোটি টাকা) এবং ‘কেজিএফ ২’ (১৪০ কোটি টাকা)। যা শোনা যাচ্ছে, শনি ও রবিবারে যা ব্যবসা হতে চলেছে তার টাকার অঙ্ক ছাড়িয়ে যাবে এই দুই ছবিকেও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 12:29 PM IST

