Shah Rukh Khan Pathaan: ছোটবেলায় সিঙ্গল স্ক্রিনেই সমস্ত ছবি দেখেছি! পাঠান আলো জ্বালল তালাবন্ধ ২৪টি হলের, তালিকা প্রকাশ শাহরুখের

Last Updated:

Shah Rukh Khan Pathaan: ২৪টি প্রেক্ষাগৃহগুলির অধিকাংশ অবস্থিত দেশের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগই অবশ্য রাজস্থানে এবং উত্তরপ্রদেশে। তালিকা দিলেন শাহরুখ খোদ।

শাহরুখ খান
শাহরুখ খান
মুম্বই: 'পাঠান'কে নিয়ে নেহাত কম বিতর্ক হয়নি। আইনি জটিলতা, প্রাণনাশের হুমকি, বাধাবিপত্তিও কিছু কম ছিল না। সে সব কিছু কাটিয়েই সাফল্যের জোয়ারে ভাসছে শাহরুখ খানের 'পাঠান'। প্রথম শোয়ের পরেই ছবির আরও ৩০০টি শো বাড়িয়ে দিয়েছেন এক্সিবিটাররা। জানা গিয়েছে, বিশ্বজুড়ে মোট আট হাজারটি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।
দেশে সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাবে 'পাঠান'। আর এই ছবির কারণে রোজগার বেড়েছে কত মানুষের। যে সমস্ত সিঙ্গল স্ক্রিন দিনের পর দিন তালাবন্ধ হয়ে গিয়েছিল, সেগুলির মালিক এবং কর্মচারীরা আবার কর্মসংস্থান হল বাদশার দৌলতে।
advertisement
advertisement
শাহরুখ ছবি মুক্তির আগে সেই সব স্ক্রিনগুলির (মোট ২৪টি) একটি তালিকা দিয়েছিলেন ট্যুইটারে। সঙ্গে লেখেন, ‘‘ছোটবেলায় সমস্ত ছবি সিঙ্গল স্ক্রিনেই দেখেছি। ওইটা আলাদাই মজা। দুয়া, প্রার্থনা আর প্রেয়ার্স রইল, আপনারা আর আমি সকলেই যেন সফল হই। আবার করে দরজা খোলার জন্য অভিনন্দন।’’
advertisement
যেখানে চলচ্চিত্র জগতে মাল্টিপ্লেক্স চলে আসায় সিঙ্গল স্ক্রিনের বাজার বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে যশরাজ ফিল্মসের এই সিদ্ধান্তে নতুন করে আলোর মুখ দেবে বিলুপ্ত হয়ে যাওয়া সিঙ্গল স্ক্রিন সংস্কৃতি।
advertisement
এই প্রেক্ষাগৃহগুলির অধিকাংশ অবস্থিত দেশের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগই অবশ্য রাজস্থানে এবং উত্তরপ্রদেশে। রয়েছে জয়পুর শহরের জেম সিনেমা, এলাহাবাদের রাজকরণ সিনেমা, মুম্বইয়ের কার্নিভাল আর মল, ইনদওরের জ্যোতি সিনেমা, গোয়ার সিনেমকমলা পন্ডার মতো প্রেক্ষাগৃহগুলি। তালিকায় তার মধ্যে উত্তরাখণ্ড এবং ছত্তীসগড়ও রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Pathaan: ছোটবেলায় সিঙ্গল স্ক্রিনেই সমস্ত ছবি দেখেছি! পাঠান আলো জ্বালল তালাবন্ধ ২৪টি হলের, তালিকা প্রকাশ শাহরুখের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement