Shahrukh Khan: শেষে কিনা সমীরের কাছে ভিক্ষা চাইছেন শাহরুখ! গোপন চ্যাট ফাঁস হতেই তোলপাড় বি-টাউন

Last Updated:

Shahrukh Khan: শাহরুখের পাঠানো একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট বম্বে হাইকোর্টে জমা দেন প্রাক্তন এনসিবি আধিকারিক৷ সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে৷

মুম্বই: প্রমোদতরীর মাদক কান্ড নিয়ে তোলপাড় বি-টাউন। শাহরুখ পুত্র আরিয়ান খানকে নিয়ে এখনও সরগরম বলি ইন্ডাস্ট্রি। ২০২১ সালে ২৮ শে অক্টোবর ক্রুজে অনুষ্ঠিত রেভ পার্টিতে গিয়েই এনসিবি-র হাতে ধরা পড়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। আপাতত ড্রাগ মামলায় থেকে মুক্তি পেয়েছে আরিয়ান৷ এই মামলায় আরিয়ানের বিরুদ্ধে প্রধান তদন্তকারী অফিসার ছিলেন সমীর ওয়াংখেড়ে৷ আপাতত আরিয়ান ড্রাগ কেস মামলায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমীর৷ জানা যায়, আরিয়ান খান ড্রাগ মামলায় কিং খানের কাছ থেকে ২৫ কোটি টাকা তোলাবাজির চেষ্টা করেছেন এই অফিসার৷
কোনওভাবেই নিজেকে নির্দোশ প্রমাণ করতে পারছেন না সমীর৷ একের পর এক অভিযোগে বিদ্ধ এই অফিসার৷ এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে গোপন চ্যাটের বিবরণ জমা দিলেন সমীর৷ শাহরুখের সঙ্গে কথোপকথনেপ সমস্ত কিছু তুলে দিলেন তিনি৷ বাদশার পাঠানো একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট বম্বে হাইকোর্টে জমা দেন প্রাক্তন এনসিবি আধিকারিক৷ সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
ভাইরালও হওয়া চ্যাটে দেখা যাচ্ছে, শাহরুখ খান একাধিকবার তদন্তকারী অফিসারকে মেসেজ করেছেন৷ যেখানে লেখা রয়েছে- আরিয়ানকে দয়া করে জেলে ভরবেন না৷ এটা ওর স্পিরিটকে একদম ভেঙে দেবে৷ অন্য একটি মেসেজে শাহরুখ লিখেছেন, সমীর সাহেব আপনার সঙ্গে একমিনিট কথা বলতে পারি৷ প্লিজ, আমি জানি এটা হয়তো অফিসিয়ালি ঠিক নয়, হয়তো পুরোপুরিভাবেই এটা করা অনুচিত৷ কিন্তু বাবা হিসেবে যদি আপনার সঙ্গে কথা বলতে পারতাম৷ প্লিজ, লাভ শাহরুখ৷
advertisement
শাহরুখ অন্য মেসেজে আরও লেখেন, প্লিজ ওদেরকে একটু বোঝান৷ আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে দিন৷ আমি আর কী বা বলব, শুধু ভিক্ষা চাইতে পারি৷ আপনি তো আমার আচরণ দেখেছেন৷ আপনি যা করছেন আমি তার বিরুদ্ধে নই৷ আপনি যখন বলেছেন, আরিয়ানকে আপনি নিজের মনে করে ওকে একটা ভাল মানুষ হিসেবে গড়তে চাইছেন৷ আমি কোনও প্রেসের কাছে যাইনি, কোনও বিবৃতি দিইনি৷ আমি আপনার উপর আস্থা রেখেছি, বাবা হিসেবে আমাকে আর হতাশ করবেন না৷ শাহরুখের এই মেসেজ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বি-টাউনে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahrukh Khan: শেষে কিনা সমীরের কাছে ভিক্ষা চাইছেন শাহরুখ! গোপন চ্যাট ফাঁস হতেই তোলপাড় বি-টাউন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement