Deepika-Ranbir: লিভ-ইন এর পর ব্রেক আপ! 'খুবই কঠিন ছিল', রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গোপন কথা ফাঁস দীপিকার

Last Updated:
Deepika-Ranbir: সম্প্রতি রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে দীপিকার একটি পুরোনো ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে
1/5
একাধিক প্রেম এসেছে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনে। ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন সবটাই যেন জলভাত ছিল দীপিকার। বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা।
একাধিক প্রেম এসেছে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনে। ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন সবটাই যেন জলভাত ছিল দীপিকার। বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা।
advertisement
2/5
সম্প্রতি রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে দীপিকার একটি পুরোনো ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিওটি কফি উইথ করণের একটি পুরানো পর্বের, যেখানে করণ দীপিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে রণবীরের সঙ্গে তার ব্রেকআপ ঠিক কতটা কঠিন ছিল৷
সম্প্রতি রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে দীপিকার একটি পুরোনো ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিওটি কফি উইথ করণের একটি পুরানো পর্বের, যেখানে করণ দীপিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে রণবীরের সঙ্গে তার ব্রেকআপ ঠিক কতটা কঠিন ছিল৷
advertisement
3/5
দীপিকা করণ জোহরকে বলেন, 'এটা আমার জন্য খুব, খুব কঠিন ছিল কারণ  একটা সময় সম্পর্কটা আমার পৃথিবী হয়ে উঠেছিল যেটা আমার নিজের জীবনের থেকেও বেশি ছিল । তবে সেই সম্পর্কটাই  আমাকে সত্যিই অনেক কিছু শিখিয়েছে যখন এটি শেষ হয়েছিল। যা আজ আমাকে একজন ভাল মানুষ করে তুলেছে।'
দীপিকা করণ জোহরকে বলেন, 'এটা আমার জন্য খুব, খুব কঠিন ছিল কারণ একটা সময় সম্পর্কটা আমার পৃথিবী হয়ে উঠেছিল যেটা আমার নিজের জীবনের থেকেও বেশি ছিল । তবে সেই সম্পর্কটাই আমাকে সত্যিই অনেক কিছু শিখিয়েছে যখন এটি শেষ হয়েছিল। যা আজ আমাকে একজন ভাল মানুষ করে তুলেছে।'
advertisement
4/5
২০০৮ সালে ব্রেক আপ, লিভ-ইন, শারীরিক সম্পর্কের পর এত বড় প্রতারণা সহ্য করতে পারেননি দীপিকা পাড়ুকোন। ২০১৪ সালে মানসিক সমস্যায় জড়িয়ে পড়েন নায়িকা, একথা একাধিক সাক্ষাৎকারে নিজেও বলেছেন অভিনেত্রী৷ তিনি আরও বলেন, এই মানসিক রোগই তার জীবন মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে।
২০০৮ সালে ব্রেক আপ, লিভ-ইন, শারীরিক সম্পর্কের পর এত বড় প্রতারণা সহ্য করতে পারেননি দীপিকা পাড়ুকোন। ২০১৪ সালে মানসিক সমস্যায় জড়িয়ে পড়েন নায়িকা, একথা একাধিক সাক্ষাৎকারে নিজেও বলেছেন অভিনেত্রী৷ তিনি আরও বলেন, এই মানসিক রোগই তার জীবন মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে।
advertisement
5/5
যদি এসব সম্পর্ক এখন অতীত৷ দুজনেই এখন বিবাহিত এবং চুটিয়ে সংসার করছেন৷ তবুও তাদের রিলেশনশিপ নিয়ে জলঘোলা এখনও কম হয় না বি-টাউনে। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর আজও নিজেদের ভাল বন্ধু বলে দাবি করেন । শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তাদের একসঙ্গে আবার বড়পর্দায় দেখা যাবে৷
যদি এসব সম্পর্ক এখন অতীত৷ দুজনেই এখন বিবাহিত এবং চুটিয়ে সংসার করছেন৷ তবুও তাদের রিলেশনশিপ নিয়ে জলঘোলা এখনও কম হয় না বি-টাউনে। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর আজও নিজেদের ভাল বন্ধু বলে দাবি করেন । শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তাদের একসঙ্গে আবার বড়পর্দায় দেখা যাবে৷
advertisement
advertisement
advertisement