Shah Rukh Khan-Sunny Deol: এতদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল, এখন গলায়-গলায় ভাব শাহরুখ-সানির! কীভাবে? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Shah Rukh Khan Sunny Deol: বলিউডে কান পাতলে শোনা যায়, প্রায় ২০ বছর সানি দেওল ও শাহরুখ খান একে অপরের সঙ্গে কথা বলেননি। সেই 'ডর' ছবির পর থেকে।

সানি ও শাহরুখ
সানি ও শাহরুখ
মুম্বই: ‘গদর ২’ রমরমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। রেকর্ড গড়ে ৪০০ কোটির ঘরে পা রাখার পর ছলছল চোখে ভিডিও বার্তা শেয়ার করে অনলাইনে ধন্যবাদ জানিয়েছিলেন সানি দেওল। নিজের অনুরাগী, দর্শকদের ধন্যবাদের পর বলিউডের তারকারাও সানিকে শুভেচ্ছা জানিয়েছেন এই সাফল্যে। সেই তালিকায় নাম আছে শাহরুখ খানেরও। ভাবা যায়, এত বছর কথা বন্ধ থাকার পর অবশেষে বরফ গলে গেল দুই অভিনেতার মধ্যেকার।
বলিউডে কান পাতলে শোনা যায়, প্রায় ২০ বছর সানি দেওল ও শাহরুখ খান একে অপরের সঙ্গে কথা বলেননি। সেই ‘ডর’ ছবির পর থেকে। এর পিছনে রয়েছে একাধিক কারণও। তবে সম্প্রতি ফের একসঙ্গে দেখা গেল দুই তারকাকে। সম্প্রতি ট্যুইটারে শাহরুখের কাছে তাঁর এক অনুরাগী জানতে চান যে, তিনি ‘গদর ২’ দেখেছেন কি না। সেই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে বাদশা লেখেন, ‘হ্যাঁ, দারুণ লেগেছে।’ শুধু যে ছবি দেখেছেন, তা নয়। ‘গদর ২’-এর সাফল্যের জন্য সানিকে শুভেচ্ছাও জানাতে ভোলেননি শাহরুখ।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

advertisement
advertisement
আরও পড়ুন: চাঁদের বুকে ‘ঘুমিয়ে’ পড়ল রোভার প্রজ্ঞান, চন্দ্রযান ৩ কি তবে শেষ? ইসরোর নয়া দাবিতে তোলপাড়
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, শাহরুখ তাঁকে ফোন করেছিলেন। তাঁর কথায়, ‘উনি ছবিটি দেখে আমাকে ফোন করে শুভেচ্ছা জানালেন। ছবির সাফল্যে উনি খুবই খুশি। আমাকে বললেন, আমি খুবই উচ্ছ্বসিত। এই সাফল্য আপনার সত্যিই প্রাপ্য। আমিও ওঁকে ধন্যবাদ জানালাম।’ এত বছরের মান-অভিমানে তবে ইতি? প্রশ্ন রাখতেই সানির উত্তর, ‘সময় সব কিছু ঠিক করে দেয়। আমরাও জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি। আর তেমনই তো হওয়া উচিত।’
advertisement
শাহরুখ আর সানির ঝামেলার নেপথ্যে ছিল ‘ডর’। এই সিনেমার সাফল্যের পর ভিলেন চরিত্রে থাকা শাহরুখকে নিয়ে মাতামাতি নাকি মেনে নিতে পারেননি সানি। ছবিতে নায়ক (সানি দেওল)-এর থেকে বেশি প্রাধান্য পেয়েছে ভিলেন (শাহরুখ) এমনটাই মত ছিল ধর্মেন্দ্র-পুত্রের। সেই থেকেই নাকি কথা বন্ধ ছিল দুজনের। তবে পুরনো বিবাদ মিটিয়ে দিল ‘গদর ২’-এর সাফল্য। বন্ধুত্বের হাত বাড়িয়ে ফের মন জিতে নিলেন কিং খান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan-Sunny Deol: এতদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল, এখন গলায়-গলায় ভাব শাহরুখ-সানির! কীভাবে? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement