ফের শার্টলেস শাহরুখ! ‘পাঠান’-এর নতুন লুকে নেটদুনিয়ায় আগুন ঝরালেন বলিউড বাদশা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
SHAH RUKH KHAN : শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া ভক্তদের 'পাঠান' থেকে তাঁর নতুন শার্টলেস ছবি শেয়ার করেছেন
#মুম্বাই: শাহরুখ খানের ভক্তরা তাঁকে তাঁর আগামী ছবি 'পাঠান'-এ বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। ব্রহ্মাস্ত্রে তাঁর সাম্প্রতিক ক্যামিও দর্শকদের জন্য অবশ্যই একটি ট্রিট ছিল। এখন পাঠানের জন্য দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধেছেন এসআরকে।
advertisement
advertisement
শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া ভক্তদের 'পাঠান' থেকে তাঁর নতুন শার্টলেস ছবি শেয়ার করেছেন। চোখ সরাতেই পারছে না কেউ ছবি থেকে। ছবিতে, শাহরুখ তাঁর অ্যাবযুক্ত শরীর এবং লম্বা চুল দেখিয়েছেন। তিনি ক্যামেরার দিকে তীব্রভাবে তাকিয়েছেন। পোস্টটি শেয়ার করে সুপারস্টার লিখেছেন, “আমি আমার শার্টের দিকে: তুমি থাকলে কি না ভাল লাগত”। পোস্টটি লিখে, বলেছেন আমিও #পাঠানের জন্য অপেক্ষা করছি।"
advertisement
তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, তাঁর ভক্তরা কমেন্ট বিভাগে বন্যা বয়ে গিয়েছে। একজন ভক্ত লিখেছেন, "পাঠান আসছে," অন্যরা হার্ট, ফায়ার এবং লাভ-স্ট্রাক ইমোটিকন কমেন্ট করেছেন।
advertisement
পাঠান পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যশ রাজ ফিল্মস প্রযোজনা করেছেন। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় এটি আগামী বছরের জানুয়ারিতে পর্দায় আসতে চলেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 7:31 PM IST