মহালয়াতেই টলিপাড়ায় দুর্গাপুজো! বনি-কৌশানির চোখে 'শুভ বিজয়া'র দুঃখের সুর

Last Updated:

Subha Bijaya : রবিবার মহালয়ার দিন মুক্তি পেয়েছে ছবির টিজার

#কলকাতা: মহালয়াতেই টলিপাড়ায় 'শুভ বিজয়া'। কাঁদতে কাঁদতে বললেন বনি-কৌশানি। চোখে জল কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়েরও। গঙ্গার ঘাটে গিয়ে হয়ে গেল প্রতিমা বিসর্জন। সঙ্গে খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, দেবতনু, অমৃতা দে সহ আরও অনেকেই। কিন্তু মহালয়াতে কীভাবে প্রতিমা বিসর্জন সম্ভব? একেবারেই ঠিক। আসলে পরিচালক রোহন সেনের ছবি 'শুভ বিজয়া'-র কথা হচ্ছে। আজ, রবিবার মহালয়ার দিন মুক্তি পেয়েছে ছবির টিজার।
কৌশিক গাঙ্গুলী এবং চূর্ণী গাঙ্গুলীর প্রথমবার একসঙ্গে কাজ। সঙ্গে রয়েছে আরেক যুগল বনি-কৌশানি, যারাও বাস্তবে একে অপরের সঙ্গে বহুবছর 'ডেটিং' করছেন। কিছুখান এন্টারটেইনমেন্ট এবং অমৃতা দে তাদের তৃতীয় বাংলা ফিচার সিনেমা 'শুভ বিজয়া'।
advertisement
advertisement
'শুভ বিজয়া' উত্তর কলকাতার একটি যৌথ পরিবারের একটি মর্মস্পর্শী গল্প। সময়ের সঙ্গে সঙ্গে, বর্ধিত পরিবার আরও বেশি করে ভেঙে যেতে শুরু করে। এরপর একটি ঘটনা বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের ঘরে ফিরিয়ে আনতে বাধ্য করে। সম্পর্কগুলো জমে যেতে থাকে। শেষে যা ঘটে তা দেখতে হলে সিনেমাটি দেখতে হবে।
advertisement
এই সিনেমায় প্রথম দর্শকরা বনি ও কৌশানীর পাওয়ার প্যাকড জুটিকে ভিন্ন অবতারে দেখতে পাবেন। তাদের আগের সিনেমার মতো এই ছবিতে বিবাহিত দম্পতির ভূমিকায় দেখা যাবে। রিয়েল লাইফ জুটি কৌশিক গাঙ্গুলী এবং চূর্ণী গাঙ্গুলিকে রিল দম্পতি হিসাবে দেখা যাবে প্রথমবারের মতো বড় পর্দায়। ছবিটি পরিচালনা করবেন রোহন সেন যার শেষ ছবি অপরাজিতা মুক্তি পেয়েছে এ বছর।
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহালয়াতেই টলিপাড়ায় দুর্গাপুজো! বনি-কৌশানির চোখে 'শুভ বিজয়া'র দুঃখের সুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement