রবীন্দ্রনাথের গানে রূপঙ্কর! সাবিত্রীর হাত ধরে পর্দায় ফিরছেন 'কাদম্বরী'

Last Updated:
ছবির কাদম্বরী একালের। উনি একজন চিত্র পরিচালক। ঝকঝকে, স্মার্ট, আপাত দৃঢ়চেতা। কিন্তু মনটা?
1/5
কাদম্বরী। নামটা শুনলেই আপামর বাঙালি আজও কৌতূহলী হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ-কাদম্বরীর চোরা প্রেমের রসালো গল্প বাঙালি আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। কিন্তু কাদম্বরীর একাকীত্ব, চাপা অভিমান, না-পাওয়ার ঘূর্ণাবর্তে ক্রমশ তলিয়ে যাওয়া... এইসব নিয়ে কখনই খুব বেশি চর্চা হয়নি। ঠাকুরবাড়ির সেই উপেক্ষিতা নারীর জীবন-কষ্টকে উপজীব্য করে পরিচালক শর্মিষ্ঠা দেব বানিয়েছেন নতুন ছবি 'কাদম্বরী আজও'। গত শুক্রবার সিনেমার প্রিমিয়ার হয়ে গেল শহর কলকাতার এক রেস্তোঁরায়।
কাদম্বরী। নামটা শুনলেই আপামর বাঙালি আজও কৌতূহলী হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ-কাদম্বরীর চোরা প্রেমের রসালো গল্প বাঙালি আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। কিন্তু কাদম্বরীর একাকীত্ব, চাপা অভিমান, না-পাওয়ার ঘূর্ণাবর্তে ক্রমশ তলিয়ে যাওয়া... এইসব নিয়ে কখনই খুব বেশি চর্চা হয়নি। ঠাকুরবাড়ির সেই উপেক্ষিতা নারীর জীবন-কষ্টকে উপজীব্য করে পরিচালক শর্মিষ্ঠা দেব বানিয়েছেন নতুন ছবি 'কাদম্বরী আজও'। গত শুক্রবার সিনেমার প্রিমিয়ার হয়ে গেল শহর কলকাতার এক রেস্তোঁরায়।
advertisement
2/5
ছবির কাদম্বরী একালের। উনি একজন চিত্র পরিচালক। ঝকঝকে, স্মার্ট, আপাত দৃঢ়চেতা। কিন্তু মনটা? কবির বৌঠানের সঙ্গে ছবির কাদম্বরীর কতটা মিল? পরিচালক শর্মিষ্ঠা দেব বলেন, "খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।" কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী।
ছবির কাদম্বরী একালের। উনি একজন চিত্র পরিচালক। ঝকঝকে, স্মার্ট, আপাত দৃঢ়চেতা। কিন্তু মনটা? কবির বৌঠানের সঙ্গে ছবির কাদম্বরীর কতটা মিল? পরিচালক শর্মিষ্ঠা দেব বলেন, "খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।" কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী।
advertisement
3/5
অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন।
অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন।
advertisement
4/5
কাদম্বরীর হাত ধরেই বহু বছর পর বড় পর্দায় ফিরলেন সাবিত্রী চট্টপাধ্যায়। সাবিত্রী চট্টপাধ্যায়ের চরিত্র নিয়ে খুব বেশি মুখ খুলতে চান না পরিচালক। এই চরিত্র একটা বড় চমক।
কাদম্বরীর হাত ধরেই বহু বছর পর বড় পর্দায় ফিরলেন সাবিত্রী চট্টপাধ্যায়। সাবিত্রী চট্টপাধ্যায়ের চরিত্র নিয়ে খুব বেশি মুখ খুলতে চান না পরিচালক। এই চরিত্র একটা বড় চমক।
advertisement
5/5
ছবিতে রূপঙ্কর বাগচী এবং সায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসংগীত রয়েছে। 'কাদম্বরী আজও'র শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ।
ছবিতে রূপঙ্কর বাগচী এবং সায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসংগীত রয়েছে। 'কাদম্বরী আজও'র শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ।
advertisement
advertisement
advertisement