Shah Rukh Khan birthday | Ushasie Chakraborty: 'বোঝাতে পারব না কতটা ভালোবাসি', কিং খানের জন্মদিনে উষসীর আবেগপ্রবণ পোস্ট

Last Updated:

Shah Rukh Khan birthday | Ushasie Chakraborty: অন্যান্য ভক্তদের মতোই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একটি বিশেষ পোস্ট করলেন উষসী।

কিং খানের জন্মদিনে উষসীর আবেগপ্রবণ পোস্ট
কিং খানের জন্মদিনে উষসীর আবেগপ্রবণ পোস্ট
#মুম্বই: শাহরুখ খানের বড় ভক্ত অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), যাঁকে বাঙালি জুন আন্টি নামেই বেশি চেনেন। আজ কিং খানের জন্মদিন (Shah Rukh Khan birthday)। তাই অন্যান্য ভক্তদের মতোই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একটি বিশেষ পোস্ট করলেন উষসী। শাহরুখকে কতটা ভালোবাসেন, তা সেই পোস্টে ব্যক্ত করলেন অভিনেত্রী। পোস্টটি দ্রুত ভাইরাল হয়।
শাহরুখের (Shah Rukh Khan) একটি ছবি পোস্ট করে ক্যাপশনে উষসী লিখছেন, "আমার ছোটবেলা এমনকি বড়বেলারও বেশ কিছুটা ছিল বড্ড বেশী বিষন্ন। যখনই তোমাকে দেখতাম বিষন্নতা চলে গিয়ে ফুটফুটে আলো ফুটে উঠত চরাচরে। আলো আমার আলো, কখনও বোঝাতে পারব না তোমাকে ঠিক কত্তটা ভালবাসি। প্রিয়তম হে ভালো থেকো"।
গত একমাস শাহরুখের জন্য খুব কঠিন সময় ছিল। মাদককাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে গ্রেফতার হয়ে জেলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সেই সময়ে নিন্দুকরা শাহরুখের বিরুদ্ধেও নানা রকমের পোস্ট করেছিলেন। তখনও উষসী একটি পোস্ট করেছিলেন কিং খানের সমর্থনে। তিনি লিখেছিলেন, "আমি এসআরকে-র ভক্ত এবং আমি ওঁকে ভালোবাসি। আমি চাই ও শক্তিশালী থাকুক ওঁর এই বিপদের দিনে। আর যারা ট্রোল করছেন তারা এটা ভাববেন না যে আমি মাদককে সমর্থন করছি।"
advertisement
advertisement
আরিয়ান জেল থেকে মুক্ত হওয়ার পরেও একটি পোস্ট করেছিলেন উষসী (Ushasie Chakraborty)। তিনি লিখেছিলেন, "আমি আমার দেশকে ভালোবাসি আর ভারতের বিচার ব্যবস্থার উপরে আমার বিশ্বাস আছে। ন্যায়বিচারের জয় হোক। আমি এসআরকে-র ভক্ত ছিলাম ও থাকব।"
advertisement
প্রসঙ্গত, প্রতি বছর শাহরুখের বাড়ি মন্নত-এর (Mannat) সামনে ভিড় করা তাঁর ভক্তদের কাছে একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। সেই অগুন্তি মানুষের সামনে এসে মন্নত-এর ছাদ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন কিং খান। এবারও সেই রীতি মেনেই মন্নত-এর সামনে জড়ো হয়েছেন শাহরুখের ভক্তরা। কিন্তু এবার খোদ শাহরুখ নেই মন্নত-এ। পরিবার নিয়ে আলিবাগের বাগানবাড়িতে সময় কাটাতে গিয়েছেন শাহরুখ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan birthday | Ushasie Chakraborty: 'বোঝাতে পারব না কতটা ভালোবাসি', কিং খানের জন্মদিনে উষসীর আবেগপ্রবণ পোস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement