Sushmita Sen Family : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর

Last Updated:

পিসি হলেন সুস্মিতা সেন (Sushmita Sen)৷ সোমবার নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুখবর৷

পিসি হলেন সুস্মিতা সেন (Sushmita Sen)৷ সোমবার নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুখবর৷ এ দিন তাঁর ভ্রাতৃবধূ চারু আসোপা (Charu Asopa) জন্ম দিয়েছেন এক কন্যাসন্তানের৷
সামাজিক মাধ্যমে সুস্মিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁর পরনে ঘন নীল স্বাস্থ্যকর্মীর পোশাক৷ দু’ চোখ বন্ধ৷ দু’ হাতের আঙুলে ভালবাসার চিহ্ন৷ প্রা্ক্তন বিশ্বসুন্দরী ছবির সঙ্গে লিখেছেন, ‘‘দীপাবালির ঠিক আগেই লক্ষ্মী এলেন ঘরে৷ কন্যাসন্তানের জন্ম হয়েছে! চারু এবং রাজীবকে (Rajeev Sen) অভিনন্দন৷ আজ সকালে আমি পিসি হয়েছি (Sushmita Sen becomes aunt)৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : জানুয়ারিতে মুক্তি পাবে রাজকুমার-ভূমির ‘বধাই দো’
সুস্মিতা জানিয়েছেন, নবজাতকের ছবি শেয়ার করার অনুমতি তাঁর কাছে ছিল না৷ তাই তিনি নিজের ছবি দিলেন৷ সদ্যোজাত ভূমিষ্ঠ হওয়ার ঠিক আগেই সুস্মিতার এই ছবিটি তোলা হয়েছে৷ চিকিৎসকেও ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা৷ আসোপা ও সেন পরিবারে তিন তিনজন নাতনির জন্ম ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা৷ পোস্ট বার্তার প্রতি ছত্রে ঝরে পেড়েছে সুস্মিতার আনন্দ ও উচ্ছ্বাস৷
advertisement
আরও পড়ুন : বালুকাবেলায় আঙুল বুলিয়ে লিখলেন নাম, কঙ্গনা এ বার ভারতীয় বায়ুসেনার পাইলট
পরে রাজীব নিজেই সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন সদ্যোজাত কন্যার৷ ছবিতে ছিলেন সদ্য মা হওয়া চারুও৷ নবজাতক এবং মা চারু ভাল আছেন, সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজীব৷
advertisement
আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা
সদ্য পিসি হওয়া সুস্মিতাকে খুব শীঘ্রই দেখা যাবে তাঁরা সেকেন্ড সিরিজ ‘আর্যা’-র দ্বিতীয় মরসুমে৷ রাম মাধবনী পরিচালিত এই ওয়েব সিরিজের প্রথম সিরিজ খুবই প্রশংসিত হয়৷ সম্মানিত হয় একাধিক পুরস্কারে৷ সিরিজের দ্বিতীয় অংশের বেশিরভাগ অংশের শ্যুট করা হয়েছে জয়পুরে৷
advertisement
চার মাসের সংক্ষিপ্ত প্রেম পর্বের পরে সুস্মিতার ভাই রাজীব ২০১৯ সালে বিয়ে করেন চারু আসোপাকে৷ তাঁদের বিয়ের জমকলো পার্টি হয়েছিল গোয়ায় ৷ হাজির ছিলেন আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবরা ৷ মডেল এবং টেলিভিশন অভিনেত্রী চারু এর অভিনয় করেছেন ছবিতেও৷
সুস্মিতার বড় মেয়ে রেনের বয়স এখন ২১ বছর৷ ছোট মেয়ে আলিশা এখন ১১ বছর বয়সি৷ দুই দত্তককন্যার সিঙ্গল মা হওয়া তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত, মনে করেন সুস্মিতা সেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen Family : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement