হোম /খবর /বিনোদন /
জানুয়ারিতে মুক্তি পাবে রাজকুমার-ভূমির ‘বধাই দো’

Badhai Do Release: জানুয়ারিতে মুক্তি পাবে রাজকুমার-ভূমির ‘বধাই দো’

আগামি বছর যে ছবিগুলি মুক্তি পাচ্ছে, তার মধ্যে ‘বধাই দো’ ঘিরে আকর্ষণ তুঙ্গে

আগামি বছর যে ছবিগুলি মুক্তি পাচ্ছে, তার মধ্যে ‘বধাই দো’ ঘিরে আকর্ষণ তুঙ্গে

Badhai Do Release: রাজকুমার রাও (Rajkumar Rao ) এবং ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) আসন্ন ছবি ‘বধাই দো’ (Badhai Do ) মুক্তি পাবে জানুয়ারি মাসে৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : রাজকুমার রাও (Rajkumar Rao ) এবং ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) আসন্ন ছবি ‘বধাই দো’ (Badhai Do ) মুক্তি পাবে জানুয়ারি মাসে৷ শনিবার এ কথা জানিয়েছেন ছবির নির্মাতারা৷ হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এই ছবি ‘বধাই হো’-র (Badhai Ho ) সিক্যুয়েল৷ জাতীয় পুরস্কার জয়ী ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে৷

আরও পড়ুন : বালুকাবেলায় আঙুল বুলিয়ে লিখলেন নাম, কঙ্গনা এ বার ভারতীয় বায়ুসেনার পাইলট

আগামি বছর যে ছবিগুলি মুক্তি পাচ্ছে, তার মধ্যে ‘বধাই দো’ ঘিরে আকর্ষণ তুঙ্গে৷ রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সীমা পহওয়া, শিবা চাঢা, লভলিনা মিশ্র, নীতিশ পাণ্ডে এবং শশী ভূষণ৷

আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা

ছবি ঘিরে উত্তেজনা ও আগ্রহের মাঝেই নির্মাতারা ছবির মুক্তির দিনও ঘোষণা করেছেন৷ জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে সিনেমা হলে আসবে ছবিটি৷ এই প্রথম ছবিতে স্ক্রিনস্পেস শেয়ার করবেন রাজকুমার এবং ভূমি৷ শোনা যাচ্ছে, ছবিতে এক মহিলা পরিচালিত থানায় পুলিশের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার ৷ অন্যদিকে ভূমি অভিনয় করেছেন শারীরশিক্ষার শিক্ষিকার ভূমিকায়৷

আরও পড়ুন : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা

ছবির গল্প লিখেছেন অক্ষত ঘিলঢিয়াল এবং সুমন অধিকারী৷ পরিচালক হর্ষবর্ধন কুলকার্নির কথায়, ‘‘আমরা বধাই দো সিনেমাহলে আনতে পেরে খুবই রোমাঞ্চিত৷ এটা সম্পূর্ণ বিনোদনমূলক এবং আমি আশা করি দর্শকরা এই ছবি খুব উপভোগ করবেন, ঠিক যেমন আমরা উপভোগ করেছি ছবিটি বানানোর সময়৷’’

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Badhai Do, Badhai Ho, Bhumi Pednekar, Rajkumar Rao