মুম্বই : রাজকুমার রাও (Rajkumar Rao ) এবং ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) আসন্ন ছবি ‘বধাই দো’ (Badhai Do ) মুক্তি পাবে জানুয়ারি মাসে৷ শনিবার এ কথা জানিয়েছেন ছবির নির্মাতারা৷ হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এই ছবি ‘বধাই হো’-র (Badhai Ho ) সিক্যুয়েল৷ জাতীয় পুরস্কার জয়ী ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে৷
আরও পড়ুন : বালুকাবেলায় আঙুল বুলিয়ে লিখলেন নাম, কঙ্গনা এ বার ভারতীয় বায়ুসেনার পাইলট
আগামি বছর যে ছবিগুলি মুক্তি পাচ্ছে, তার মধ্যে ‘বধাই দো’ ঘিরে আকর্ষণ তুঙ্গে৷ রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সীমা পহওয়া, শিবা চাঢা, লভলিনা মিশ্র, নীতিশ পাণ্ডে এবং শশী ভূষণ৷
Theatre ready... Aap ready... Toh hum bhi ready... Republic Day weekend 2022 ko aa rahe hain hum aapse milne in cinemas to celebrate… So save the date!! And congratulations nahi #BadhaaiDo👫🏻@RajkummarRao @JungleePictures #HarshavardhanKulkarni #AkshatGhildial @sumadhikary pic.twitter.com/7J4TSGMLKP
— bhumi pednekar (@bhumipednekar) October 30, 2021
আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা
ছবি ঘিরে উত্তেজনা ও আগ্রহের মাঝেই নির্মাতারা ছবির মুক্তির দিনও ঘোষণা করেছেন৷ জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে সিনেমা হলে আসবে ছবিটি৷ এই প্রথম ছবিতে স্ক্রিনস্পেস শেয়ার করবেন রাজকুমার এবং ভূমি৷ শোনা যাচ্ছে, ছবিতে এক মহিলা পরিচালিত থানায় পুলিশের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার ৷ অন্যদিকে ভূমি অভিনয় করেছেন শারীরশিক্ষার শিক্ষিকার ভূমিকায়৷
আরও পড়ুন : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা
ছবির গল্প লিখেছেন অক্ষত ঘিলঢিয়াল এবং সুমন অধিকারী৷ পরিচালক হর্ষবর্ধন কুলকার্নির কথায়, ‘‘আমরা বধাই দো সিনেমাহলে আনতে পেরে খুবই রোমাঞ্চিত৷ এটা সম্পূর্ণ বিনোদনমূলক এবং আমি আশা করি দর্শকরা এই ছবি খুব উপভোগ করবেন, ঠিক যেমন আমরা উপভোগ করেছি ছবিটি বানানোর সময়৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Badhai Do, Badhai Ho, Bhumi Pednekar, Rajkumar Rao