Kangana Ranaut on Tejas: বালুকাবেলায় আঙুল বুলিয়ে লিখলেন নাম, কঙ্গনা এ বার ভারতীয় বায়ুসেনার পাইলট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut on Tejas: শুক্রবার তিনি ইনস্টাগ্রামে জানান যে তার পরবর্তী ছবি ‘তেজস’ (Tejas)-এর প্রোডাকশন পর্বের কাজ শেষ৷
এই মুহূর্তে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)৷ শুক্রবার তিনি ইনস্টাগ্রামে জানান যে তার পরবর্তী ছবি ‘তেজস’ (Tejas)-এর প্রোডাকশন পর্বের কাজ শেষ৷ এর আগেই তিনি জানিয়েছেন এই ছবি তাঁর কাছে কত গুরুত্বপূর্ণ৷ ছবিতে তিনি অভিনয় করছেন ভারতীয় বায়ুসেনা (IAF) আধিকারিকের ভূমিকায়৷
আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা
একটি ছোট্ট ভিডিও দিয়ে ছবির প্রোডাকশনের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন কঙ্গনা৷ সেখানে দেখা যাচ্ছে তিনি বালিতে আঙুল বুলিয়ে ‘তেজস’ লিখছেন৷ ভিডিও শুধু হচ্ছে উর্দিপরা কঙ্গনার ক্লোজআপ শট দিয়ে৷ তার পর তিনি হেঁটে যাচ্ছেন৷ বালুকাবেলায় দেখা যাচ্ছে লেখা আছে ছবির নাম ‘তেজস’৷
advertisement
কঙ্গনা মনে করেন তাঁর এই ছবি সারা দেশকে গর্বিত করবে৷ তিনি লিখেছেন ‘আরও একটি সুন্দর যাত্রা শেষ হল৷’ ছবির সঙ্গে যুক্ত সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
advertisement
আরও পড়ুন : জন্মদিনে অনন্যাকে বিশেষ শুভেচ্ছাবার্তা ‘প্রেমিক’ ঈশানের
‘তেজস’ পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা৷ আরএসভিপি মুভিজ-এর ব্যানারে এই ছবির প্রযোজকের ভূমিকা পালন করেছেন রনি স্ক্রুওয়ালা৷ ছবির অন্যান্য ভূমিকায় আছেন অংশুল চৌহান, বরুণ মিত্র এবং সঙ্কল্প গুপ্ত৷ ভারতীয় বায়ুসেনার এক মহিলা পাইলটের জীবন আখ্যান ঘিরে আবর্তিত হবে ছবির গল্প৷
advertisement
আরও পড়ুন : ভিডিওতে যৌনকর্মী, অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা, দেবলীনা, রিচা
এ ছাড়াও কঙ্গনার আসন্ন কাজের মধ্যে আছে ‘ধক্কড়’৷ এই ছবিতে তিনি অভিনয় করেছেন গোপন চরের ভূমিকায়৷ এই ছবিতে কুশীলবদের মধ্যে অন্যতম শাশ্বত চট্টোপাধ্যায়৷ পাশাপাশি কঙ্গনা অভিনয় করছেন ‘মনিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’ ছবিতে৷ এ ছাড়াও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির উপর ভিত্তি করে একটি ছবি পরিচালনা করবেন কঙ্গনা৷ সে ছবিতে অভিনয়ও করবে তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2021 12:36 AM IST