Ileana D’Cruz Kitchen Mishap : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Ileana D’Cruz :ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে কাঁদো কাঁদো লাল চোখমুখে ৷ তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠে যে ব্যান্ডেড লাগানো আছে, তাও বোঝা যাচ্ছে ছবি দেখেই৷
মুম্বই: সপ্তাহান্তের সূত্রপাত ভাল হল না ইলিয়ানা ডি’ ক্রুজের (Ileana D’ Cruz )৷ কেন? শুক্রবার রান্না করতে গিয়ে বিপত্তি বাধিয়ে বসলেন নায়িকা৷ সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, রান্না করতে গিয়ে কেটে গিয়েছে তার দু’টি আঙুল৷ লিখেছেন তার পর তিনি কেঁদেছেন হাউ হাউ করে, একেবারে বাচ্চার মতো৷
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে কাঁদো কাঁদো লাল চোখমুখে ৷ তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠে যে ব্যান্ডেড লাগানো আছে, তাও বোঝা যাচ্ছে ছবি দেখেই৷
আরও পড়ুন : ভিডিওতে যৌনকর্মী, অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা, দেবলীনা, রিচা
ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘রান্নার সময় আমার দু’টি আঙুল কেটে ফেলেছি৷ তার পর বাচ্চার মতো কেঁদেছি৷’’ তবে এও জানিয়েছেন, তিনি ঠিক আছেন৷ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি ৷ সেখানে অবশ্য আঙুলের ক্ষত নিয়েও তিনি হাসছেন৷ রসিকতা করে লিখেছেন, ‘‘আমি এত বার আঙুল কেটেছি যে কী করে এখনও আমার আঙুল অক্ষত আছে, সেটাই বিস্ময়ের৷’’ সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি৷ তাঁর সংযোজন, ‘‘যাইহোক, ঘটনার আরও একটি দিক হল, কাঁদার মধ্যে কোনও লজ্জা নেই৷’’
advertisement
advertisement

বলিউডে (Bollywood) ইলিয়েনার যাত্রা শুরু হয়েছিল অনুরাগ বসুর ছবি ‘বরফি’ দিয়ে৷ তার আগে অবশ্য দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেক ছবিতে তাঁর অভিনয় করা হয়ে গিয়েছে৷ এর পর থেকে অবশ্য হিন্দি ছবিতেই মূলত তিনি অভিনয় করেছেন৷ তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে আছে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায়ঁ তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’, ‘বাদশাহ’৷
advertisement
আরও পড়ুন : ছেলেকে মন্নতে নিয়ে গেলেন শাহরুখ, তবে এই শর্তগুলি না মানলেই জামিন বাতিল হবে আরিয়ানের!
পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি খুবই জনপ্রিয় ও সক্রিয়৷ ইনস্টাগ্রামে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি৷
আরও পড়ুন : অভিশপ্ত চার সপ্তাহ শেষে মুক্ত শাহরুখ-পুত্র আরিয়ান! চোখে জল বাদশার?
অস্ট্রেলীয় আলোকচিত্রী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ইলিয়ানা৷ শোনা গিয়েছিল তাঁদের বিয়ের গুঞ্জনও ৷ কিন্তু দু’ বছর আগে জানা যায় তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2021 9:41 PM IST