Ileana D’Cruz Kitchen Mishap : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা

Last Updated:

Ileana D’Cruz :ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে কাঁদো কাঁদো লাল চোখমুখে ৷ তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠে যে ব্যান্ডেড লাগানো আছে, তাও বোঝা যাচ্ছে ছবি দেখেই৷

মুম্বই: সপ্তাহান্তের সূত্রপাত ভাল হল না ইলিয়ানা ডি’ ক্রুজের (Ileana D’ Cruz )৷ কেন? শুক্রবার রান্না করতে গিয়ে বিপত্তি বাধিয়ে বসলেন নায়িকা৷ সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, রান্না করতে গিয়ে কেটে গিয়েছে তার দু’টি আঙুল৷ লিখেছেন তার পর তিনি কেঁদেছেন হাউ হাউ করে, একেবারে বাচ্চার মতো৷
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে কাঁদো কাঁদো লাল চোখমুখে ৷ তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠে যে ব্যান্ডেড লাগানো আছে, তাও বোঝা যাচ্ছে ছবি দেখেই৷
আরও পড়ুন : ভিডিওতে যৌনকর্মী, অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা, দেবলীনা, রিচা
ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘রান্নার সময় আমার দু’টি আঙুল কেটে ফেলেছি৷ তার পর বাচ্চার মতো কেঁদেছি৷’’ তবে এও জানিয়েছেন, তিনি ঠিক আছেন৷ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি ৷ সেখানে অবশ্য আঙুলের ক্ষত নিয়েও তিনি হাসছেন৷ রসিকতা করে লিখেছেন, ‘‘আমি এত বার আঙুল কেটেছি যে কী করে এখনও আমার আঙুল অক্ষত আছে, সেটাই বিস্ময়ের৷’’ সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি৷ তাঁর সংযোজন, ‘‘যাইহোক, ঘটনার আরও একটি দিক হল, কাঁদার মধ্যে কোনও লজ্জা নেই৷’’
advertisement
advertisement
বলিউডে (Bollywood) ইলিয়েনার যাত্রা শুরু হয়েছিল অনুরাগ বসুর ছবি ‘বরফি’ দিয়ে৷ তার আগে অবশ্য দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেক ছবিতে তাঁর অভিনয় করা হয়ে গিয়েছে৷ এর পর থেকে অবশ্য হিন্দি ছবিতেই মূলত তিনি অভিনয় করেছেন৷ তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে আছে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায়ঁ তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’, ‘বাদশাহ’৷
advertisement
আরও পড়ুন : ছেলেকে মন্নতে নিয়ে গেলেন শাহরুখ, তবে এই শর্তগুলি না মানলেই জামিন বাতিল হবে আরিয়ানের!
পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি খুবই জনপ্রিয় ও সক্রিয়৷ ইনস্টাগ্রামে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি৷
আরও পড়ুন : অভিশপ্ত চার সপ্তাহ শেষে মুক্ত শাহরুখ-পুত্র আরিয়ান! চোখে জল বাদশার?
অস্ট্রেলীয় আলোকচিত্রী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ইলিয়ানা৷ শোনা গিয়েছিল তাঁদের বিয়ের গুঞ্জনও ৷ কিন্তু দু’ বছর আগে জানা যায় তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D’Cruz Kitchen Mishap : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement