Aryan Khan released| অভিশপ্ত চার সপ্তাহ শেষে মুক্ত শাহরুখ-পুত্র আরিয়ান! চোখে জল বাদশার?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Aryan Khan released|শনিবার ভোরে আর্থার রোড জেলে বেল বক্স খোলা হয়। এদিকে মন্নত থেকে রওনা দেন শাহরুখ খানও।
#মুম্বই: চার সপ্তাহের অভিশপ্ত সময় কাটিয়ে রোড জেল থেকে মুক্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান(Aryan Khan released)। ঘড়ির কাঁটায় ১০টা ৩৯ মিনিট, আর্থার রোড জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আরিয়ান খানকে মুক্তিদানের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তাঁকে নিতে অদূরেই একটি হোটেলে অপেক্ষা করছিলেন শাহরুখ খান। ছিলেন আরিয়ানের মা গৌরী খানও। আর আর্থার রোড জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন অগণিত শাহরুখ ভক্ত।
২৬ দিন অপেক্ষার পর আজ মুক্ত শাহরুখ-পুত্র। তাঁকে নিয়েই মন্নতে ফিরবেন বাদশা। আর চারদিন পরে তাঁর জন্মদিন। দীপাবলীও বটে। আরিয়ানের ফেরার খুশিতে আবার আলো জ্বলবে মন্নতে। চোখে ঘুম আসবে গৌরী খানের, গত ২৬ দিন তিনি দুঃস্বপ্নের কালরাত্রি যাপন করেছেন।
জেলের বাইরে আরিয়ান
advertisement
#WATCH Aryan Khan released from Mumbai's Arthur Road Jail few weeks after being arrested in drugs-on-cruise case pic.twitter.com/gSH8awCMqo
— ANI (@ANI) October 30, 2021
advertisement
সূত্রের খবর, শাহরুখ তনয়কে প্রথম নিয়ে যাওয়া হয় ওরলি অঞ্চলের একটি পাঁচতারা হোটেলে। সেখানে শাহরুখ-গৌরী এবং তাংদের আইনজীবী সতীশ মানশিন্ডে অপেক্ষা করছিলেন। সেখান থেকেই মন্নতের উদ্দেশ্যে রওনা হন আরিয়ান।
আরিয়ানের গাড়ি মন্নতে পৌঁছতেই বাঁধ ভাঙে ভিড়। স্ট্রে স্ট্রং প্রিন্স লেখা বিরাট পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায় শাহরুখের ভক্তদের। এখন অপেক্ষা মন্নত থেকে ভক্তদের বাদশা ভালোবাসা ফিরিয়ে দেন কিনা তা দেখার।
advertisement
Mumbai: Fans gather outside actor Shahrukh Khan's residence 'Mannat' with a "welcome home Aryan Khan" poster.
Aryan Khan is reaching home after spending weeks in Arthur Road Jail in drugs-on-cruise case. pic.twitter.com/90wwsB2eog — ANI (@ANI) October 30, 2021
উল্লেখ্য আরিয়ানের জামিন হওয়ার কথা ছিল গতকালই। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিতে এগিয়ে এসেছিলেন স্বয়ং জুহি চাওলা। কিন্তু জামিনের নথি সময়মতো জেলে না পৌঁছনোয় শেষ মুহূর্তে আটকে যায় আরিয়ানের মুক্তি।
advertisement

শনিবার ভোরে আর্থার রোড জেলে বেল বক্স খোলা হয়। এদিকে মন্নত থেকে রওনা দেন শাহরুখ খানও। শাহরুখ এবং আরিয়ানের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিয়েছিল মুম্বাই পুলিশ। আরিয়ান মুক্তি পেলেও আপাতত তিনি দেশ ছাড়তে পারবেন না। ড্রাগ কাণ্ডে নাম এসেছে এমন কারও সঙ্গে যোগাযোগ রাখাও চলবে না।
advertisement
-বিস্তারিত আসছে...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2021 10:57 AM IST