জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন ! সাত পাকে বাঁধা পড়ার স্বপ্ন ছিল দু'চোখে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
জুহি চাওলার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সলমন খান ৷
#মুম্বই: বলিউডের ভাইজান সলমন খানের বিয়ে কবে হবে এই বিষয়ে সবারই প্রবল উৎসাহ ৷ কিন্তু কেউই জানেনা কবে বিয়ে করবেন সলমন খান ? বহু অভিনেত্রীর সঙ্গে চর্চায় বারেবারে নাম উঠে এসেছে সলমনের ৷ ঐশ্বর্য রাই, সঙ্গীতা বিজলানী, সোমী আলি, ক্যাটরিনা কাইফের সঙ্গে বারেবারে ডেটিং-এর প্রসঙ্গ খবরের শিরোনামে এসেছে ৷ কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছয়নি কোনও সম্ভাবনাই ৷ সলমন খান তাঁর বিয়ের বিষয়ে কখনই মুখ খোলেননি ৷
১৯৯০ সালে এক নায়িকার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু সফল হয়নি সেই স্বপ্নও ৷ এক সময়ে বলিউডের কয়ামত গার্ল জুহি চাওলার বড় ভক্ত ছিলেন সলমন (কয়ামত সে কয়ামত তক ছবির পরেই জুহির নাম কয়ামত গার্ল হয়েছিল) ৷ জুহিকে বিয়েও করতে চেয়েছিলেন সলমন খান ৷ সেই সময়ে সাফল্যের মধ্য গগনে ছিলেন জুহি চাওলা, একের পর এক ছবি বক্স অফিস কাঁপাচ্ছিল ৷ ভাঙছিল একাধিক রেকর্ডও ৷ কিন্তু সলমন তেমন জনপ্রিয় হননি সেই সময়ে ৷ সলমন খান জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন ৷ বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন জুহি চাওলার বাবার কাছেও ৷ এই বিষয়ে নিজেই সলমন জানিয়েছিলেন তাঁর একটি চ্যাট শোতে ৷
advertisement
advertisement
জুহি খুব মিষ্টি স্বভাবের বলেই সলমন জুহিকে মনে মনে ভালবেসেছিলেন ৷ জুহির বাবার সলমনকে পছন্দ হয়নি বলেই সলমনের প্রস্তাব নাকোচ করে দিয়েছিলেন ৷ জুহির জন্য সলমন অনুপযুক্ত ছিলেন বলেই মনে হয় সলমনের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল ৷ এরপরে একটি ছবির অফার দেওয়া হয়েছিল জুহিকে সেখানে তাঁর বিপরীতে ভাবা হয়েছিল সলমনের নাম ৷ বহুদিন ধরে সেই প্রস্তাব জিইয়ে রেখে মানা করে দিয়েছিলেন ৷ সলমন খান মনে করেন জুহি চাওলা তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন না সেই কারণেই ছবিটিতে কাজ করার বিষয়ে আর আগ্রহ দেখাননি পড়ে ৷
advertisement
বলিউডে অনেক অভিনেতার সঙ্গে অনেক অভিনেত্রীর নাম নিয়ে নানান চর্চা হলেও জুহির সঙ্গে কারোর নামে কোনও চর্চা হয়নি ৷ কেরিয়ারের প্রথম দিকে শিল্পপতি জয় মেহেতার সঙ্গে আলাপ হয়েছিল জুহির, সেই থেকেই জমাট বাঁধে দু'জনের সম্পর্ক ৷ এরপরে ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল জুহি-জয়ের ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 8:53 PM IST

