জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন ! সাত পাকে বাঁধা পড়ার স্বপ্ন ছিল দু'চোখে

Last Updated:

জুহি চাওলার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সলমন খান ৷

#মুম্বই: বলিউডের ভাইজান সলমন খানের বিয়ে কবে হবে এই বিষয়ে সবারই প্রবল উৎসাহ ৷ কিন্তু কেউই জানেনা কবে বিয়ে করবেন সলমন খান ? বহু অভিনেত্রীর সঙ্গে চর্চায় বারেবারে নাম উঠে এসেছে সলমনের ৷  ঐশ্বর্য রাই, সঙ্গীতা বিজলানী, সোমী আলি, ক্যাটরিনা কাইফের সঙ্গে বারেবারে ডেটিং-এর প্রসঙ্গ খবরের শিরোনামে এসেছে ৷ কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছয়নি কোনও সম্ভাবনাই ৷ সলমন খান তাঁর বিয়ের বিষয়ে কখনই মুখ খোলেননি ৷
১৯৯০ সালে এক নায়িকার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু সফল হয়নি সেই স্বপ্নও ৷ এক সময়ে বলিউডের কয়ামত গার্ল জুহি চাওলার বড় ভক্ত ছিলেন সলমন (কয়ামত সে কয়ামত তক ছবির পরেই জুহির নাম কয়ামত গার্ল হয়েছিল) ৷ জুহিকে বিয়েও করতে চেয়েছিলেন সলমন খান ৷ সেই সময়ে সাফল্যের মধ্য গগনে ছিলেন জুহি চাওলা, একের পর এক ছবি বক্স অফিস কাঁপাচ্ছিল ৷ ভাঙছিল একাধিক রেকর্ডও ৷ কিন্তু সলমন তেমন জনপ্রিয় হননি সেই সময়ে ৷ সলমন খান জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন ৷ বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন জুহি চাওলার বাবার কাছেও ৷ এই বিষয়ে নিজেই সলমন জানিয়েছিলেন তাঁর একটি চ্যাট শোতে ৷
advertisement
advertisement
জুহি খুব মিষ্টি স্বভাবের বলেই সলমন জুহিকে মনে মনে ভালবেসেছিলেন ৷ জুহির বাবার সলমনকে পছন্দ হয়নি বলেই সলমনের প্রস্তাব নাকোচ করে দিয়েছিলেন ৷ জুহির জন্য সলমন অনুপযুক্ত ছিলেন বলেই মনে হয় সলমনের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল ৷ এরপরে একটি ছবির অফার দেওয়া হয়েছিল জুহিকে সেখানে তাঁর বিপরীতে ভাবা হয়েছিল সলমনের নাম ৷ বহুদিন ধরে সেই প্রস্তাব জিইয়ে রেখে মানা করে দিয়েছিলেন ৷ সলমন খান মনে করেন জুহি চাওলা তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন না সেই কারণেই ছবিটিতে কাজ করার বিষয়ে আর আগ্রহ দেখাননি পড়ে ৷
advertisement
বলিউডে অনেক অভিনেতার সঙ্গে অনেক অভিনেত্রীর নাম নিয়ে নানান চর্চা হলেও জুহির সঙ্গে কারোর নামে কোনও চর্চা হয়নি ৷ কেরিয়ারের প্রথম দিকে শিল্পপতি জয় মেহেতার সঙ্গে আলাপ হয়েছিল জুহির, সেই থেকেই জমাট বাঁধে দু'জনের সম্পর্ক ৷ এরপরে ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল জুহি-জয়ের ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন ! সাত পাকে বাঁধা পড়ার স্বপ্ন ছিল দু'চোখে
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement