Salman Khan: সলমনের এ কী দশা! 'রুগ্ন' নায়ক যেন ধুঁকছেন, কেন এমন অবস্থা ৫৭-র 'টাইগার'-এর

Last Updated:

Salman Khan: নয়াদিল্লির এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সলমন। মঞ্চে উঠে 'দবং'-এর সেই বিখ্যাত গান 'হমকা পিনি হ্যায়'-তে তাল মিলিয়ে নাচতে শুরু করেন অভিনেতা। দর্শক ফেটে পড়ে উল্লাসে।

কলকাতা: বলিউডে ‘টাইগার’ তকমা পেয়েছেন সেই কবেই! তবে মেজাজে তিনি রাজা। সেই সলমন খানের হল কী? সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখে অভিনেতাকে নিয়ে বেজায় চিন্তায় তাঁর অনুরাগীরা।
নয়াদিল্লির এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সলমন। মঞ্চে উঠে ‘দবং’-এর সেই বিখ্যাত গান ‘হমকা পিনি হ্যায়’-তে তাল মিলিয়ে নাচতে শুরু করেন অভিনেতা। দর্শক ফেটে পড়ে উল্লাসে। কিন্তু এত-আনন্দ আয়োজনেও সেই চেনা সলমন কই? কোথায় সেই স্ফূতি, সেই হর্ষ? কয়েক মুহূর্তের সেই ভিডিও দেখে এমনই সব প্রশ্ন ভিড় করে করে আসে ‘ভাইজান’-এর অনুরাগীদের মনে। মঞ্চে উঠে হাসিমুখে গানের সঙ্গে তাল মেলালেও যেন অধরাই রইলেন সেই চেনা সলমন। অনেকেরই মনে হল, ‘ক্লান্ত’ দেখাচ্ছে ৫৭-র অভিনেতাকে।
advertisement
advertisement
অনুরাগীদের একাংশ তাঁকে ‘আনফিট’, ‘ক্লান্ত’ বলে দাবি করছে। অনেকেই আবার বলছেন ওজন বেড়ে যাওয়ার কারণেই নাকি সেই চেনা ছন্দে নেই সলমন। কেউ কেউ অভিনেতাকে শরীরের যত্ন নেওয়ারও উপদেশ দিয়েছেন।
advertisement
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’-র প্রথম ঝলক। সলমনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে উন্মাদনা আপাতত তুঙ্গে। ফের বড় পর্দায় ‘টাইগার’-এর গর্জন শোনার জন্য মুখিয়ে দর্শক।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: সলমনের এ কী দশা! 'রুগ্ন' নায়ক যেন ধুঁকছেন, কেন এমন অবস্থা ৫৭-র 'টাইগার'-এর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement