Mahira Khan got Married Again: দ্বিতীয়বার দাম্পত্য শুরু পাক অভিনেত্রী মাহিরার, শাহরুখ-নায়িকার রাজকীয় বিয়ের ঝলক!

Last Updated:
Mahira Khan got Married Again: পাক নায়ক ফাওয়াদ খানের সঙ্গে একাধিক টেলিভিশন সিরিয়াল, সিরিজ এবং ছবিতে জুটি বেঁধেছেন মাহিরা। এছাড়া রণবীর কাপুরের সঙ্গে মাহিরার একটি ছবি ভাইরাল হয় কয়েক বছর আগে।
1/8
বিয়ে করলেন মাহিরা খান। পাকিস্তান ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকার দ্বিতীয় বিয়ের দিকেই সারা বিশ্বের চোখ। শাহরুখ খানের নায়িকার বিয়ের ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিয়ে করলেন মাহিরা খান। পাকিস্তান ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকার দ্বিতীয় বিয়ের দিকেই সারা বিশ্বের চোখ। শাহরুখ খানের নায়িকার বিয়ের ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/8
পাক নায়ক ফাওয়াদ খানের সঙ্গে একাধিক টেলিভিশন সিরিয়াল, সিরিজ এবং ছবিতে জুটি বেঁধেছেন মাহিরা। এছাড়া রণবীর কাপুরের সঙ্গে মাহিরার একটি ছবি ভাইরাল হয় কয়েক বছর আগে।
পাক নায়ক ফাওয়াদ খানের সঙ্গে একাধিক টেলিভিশন সিরিয়াল, সিরিজ এবং ছবিতে জুটি বেঁধেছেন মাহিরা। এছাড়া রণবীর কাপুরের সঙ্গে মাহিরার একটি ছবি ভাইরাল হয় কয়েক বছর আগে।
advertisement
3/8
তারপর শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে ভারতে যথেষ্ট জনপ্রিয় তিনি। বলিউডে রাখার আগে থেকেই যদিও তাঁর কাজ সম্পর্কে অবগত ছিলেন এদেশের সিনেপ্রেমীরা।
তারপর শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে ভারতে যথেষ্ট জনপ্রিয় তিনি। বলিউডে রাখার আগে থেকেই যদিও তাঁর কাজ সম্পর্কে অবগত ছিলেন এদেশের সিনেপ্রেমীরা।
advertisement
4/8
সেই নায়িকা গতকাল পাকিস্তানে বিয়ে করলেন পাক ব্যবসায়ী সালিম করিমকে। সূত্রের দাবি, গত পাঁচ বছর ধরে প্রেম করছিলেন যুগল। বন্ধুবান্ধব, আত্মীয় এবং পরিবারের উপস্থিতিতে রাজকীয় বিয়ে হল নায়িকার।
সেই নায়িকা গতকাল পাকিস্তানে বিয়ে করলেন পাক ব্যবসায়ী সালিম করিমকে। সূত্রের দাবি, গত পাঁচ বছর ধরে প্রেম করছিলেন যুগল। বন্ধুবান্ধব, আত্মীয় এবং পরিবারের উপস্থিতিতে রাজকীয় বিয়ে হল নায়িকার।
advertisement
5/8
আইভরি লহেঙ্গা, লম্বা সাদা ভেইলে সেজেছিলেন মাহিরা। সালিম পরেছিলেন কালো শেরওয়ানি। হালকা নীল পাগড়ি ছিল মাথায়। রূপকথার মতো সেই বিয়ে যেন বলিউডেরই হাই প্রোফাইল ওয়েডিংগুলির কথা মনে করিয়ে দেয়।
আইভরি লহেঙ্গা, লম্বা সাদা ভেইলে সেজেছিলেন মাহিরা। সালিম পরেছিলেন কালো শেরওয়ানি। হালকা নীল পাগড়ি ছিল মাথায়। রূপকথার মতো সেই বিয়ে যেন বলিউডেরই হাই প্রোফাইল ওয়েডিংগুলির কথা মনে করিয়ে দেয়।
advertisement
6/8
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সালিম এবং মাহিরা কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরেন, মাহিরার কপালে চুম্বন করেন সালিম।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সালিম এবং মাহিরা কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরেন, মাহিরার কপালে চুম্বন করেন সালিম।
advertisement
7/8
২০১৯ সালে তুরস্কে সালিমের সঙ্গে বাগদান সেরেছিলেন মাহিরা। আর তার চার বছর বাদে বিয়ে করলেন যুগল। এর আগে আলি আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। তাঁদের এক ছেলেও আছে। নাম, আজলান।
২০১৯ সালে তুরস্কে সালিমের সঙ্গে বাগদান সেরেছিলেন মাহিরা। আর তার চার বছর বাদে বিয়ে করলেন যুগল। এর আগে আলি আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। তাঁদের এক ছেলেও আছে। নাম, আজলান।
advertisement
8/8
সারা বিশ্বজুড়ে মাহিরার ভক্তরা এখন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। শাহরুখের নায়িকা আবার নতুন করে দাম্পত্য শুরু করতে চলেছেন।
সারা বিশ্বজুড়ে মাহিরার ভক্তরা এখন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। শাহরুখের নায়িকা আবার নতুন করে দাম্পত্য শুরু করতে চলেছেন।
advertisement
advertisement
advertisement