Mahira Khan Wedding: দ্বিতীয় বিয়ে করলেন মাহিরা, ‘ওখানে বড় হয়েছি...’ প্রাক্তন শ্বশুরবাড়ি নিয়ে কী বলেন নায়িকা

Last Updated:

Mahira Khan Wedding: ২০১৯ সালে তুরস্কে সালিমের সঙ্গে বাগদান সেরেছিলেন মাহিরা। আর তার চার বছর বাদে বিয়ে করলেন যুগল। আইভরি লহেঙ্গা, লম্বা সাদা ভেইলে সেজেছিলেন মাহিরা।

স্বপ্নের বিয়ে। রাজকীয় ভাবে দ্বিতীয় বার দাম্পত্য জীবনে পা রাখলেন মাহিরা খান। পাক নায়িকার বিয়েই এখন চর্চার কেন্দ্রবিন্দু। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার পা বাড়ালেন দাম্পত্যের দিকে। শাহরুখ খানের নায়িকার বিয়ের ভিডিও পোস্ট হতেই ভাইরাল। গতকাল, রবিবার পাকিস্তানে পাঁচ বছরের প্রেমিক, ব্যবসায়ী সালিম করিমকে বিয়ে করলেন মাহিরা।
তবে এর আগে ২০০৭ সালে তিনি আলি আসকারিকে বিয়ে করেছিলেন। তাঁদের এক ছেলেও রয়েছে। নাম, আজলান। ২০০৯ সালে ছেলের জন্ম দেন মাহিরা। কিন্তু বিবাহবিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে তিক্ততা নেই বলেই জানান মাহিরা। দু’জনে একসঙ্গে ছেলেকে বড় করে তুলছেন। শুধু প্রাক্তন স্বামী নন, শ্বশুরবাড়ি দিকের আত্মীয়রাও সন্তানের পালনে সাহায্য করেন।
advertisement
advertisement
advertisement
২০২১ সালের এক সাক্ষাৎকারে মাহিরা বলেন, ‘‘আমার মনে হয় আজলানের যে বিষয়ে তার বাবা, তার পরিবার এবং আমি দ্বিমত পোষণ করি না। ওদের সঙ্গে সম্পর্ক এখনও ভাল। সেই বাড়িতেই আসলে বড় হয়ে উঠেছি আমি। কখনও কখনও অহংকার ছেড়ে বেরনো উচিত। আর নিজের সন্তানের ক্ষেত্রে সবদিকটাই বিচার করা উচিত। উল্টোদিকের মানুষজন ভাল হলে সেটা আরও সহজ হয়ে যায়।’’
advertisement
২০১৯ সালে তুরস্কে সালিমের সঙ্গে বাগদান সেরেছিলেন মাহিরা। আর তার চার বছর বাদে বিয়ে করলেন যুগল। আইভরি লহেঙ্গা, লম্বা সাদা ভেইলে সেজেছিলেন মাহিরা। সালিম পরেছিলেন কালো শেরওয়ানি। হালকা নীল পাগড়ি ছিল মাথায়। রূপকথার মতো সেই বিয়ে যেন বলিউডেরই হাই প্রোফাইল ওয়েডিংগুলির কথা মনে করিয়ে দেয়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সালিম এবং মাহিরা কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরেন, মাহিরার কপালে চুম্বন করেন সালিম।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahira Khan Wedding: দ্বিতীয় বিয়ে করলেন মাহিরা, ‘ওখানে বড় হয়েছি...’ প্রাক্তন শ্বশুরবাড়ি নিয়ে কী বলেন নায়িকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement