হোম /খবর /বিনোদন /
OTT-তে মুক্তি পেল মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'রূপকথার রেডিও'

OTT-তে মুক্তি পেল মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'রূপকথার রেডিও'

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্লিক-এ মুক্তি পেল মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'রূপকথার রেডিও'

  • Share this:

#কলকাতা: অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্লিক-এ মুক্তি পেল মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'রূপকথার রেডিও'। মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, লামা হালদার ও সুজাতা দাঁ।উত্তর কলকাতার চৌধুরী পরিবারের গল্পকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। পাড়ার এক প্রোমোটার চোধুরীদের বাড়ি জোর করে কিনতে চায়, এই সূত্র ধরেই এগতে থাকে ছবির গল্প। মহালয়ার দিন এক দম্পতি উপস্থিত হন চোধুরীদের বাড়িতে। জানা  যায়, তাঁরা বাড়ি ভাড়া নিতে এসেছেন। রুদ্র ও শিবানী, এই দুজন ভাড়াটে, নাকি অন্য কেউ? সেটা জানতে হলে দেখতে হবে 'রূপকথার রেডিও'।ছবির পরতে পরতে যেন ফুটে উঠেছে রূপকথার এক গল্প। সত্যের জয় ও দুষ্টের দমন, ছবিতে এই বার্তাই দেওয়া হয়েছে।

কোভিড বাড়ছে, সঙ্গে বাড়ছে ওটিটি- তে ছবি দেখার চল। থ্রিলর, ইন্টেন্স ছবি ছাড়াও ওয়েবে দেখা মিলছে পারিবারিক ছবির। 'রূপকথার রেডিও' এই জঁর-এই পড়ে!

ARUNIMA DEY

Published by:Rukmini Mazumder
First published:

Tags: OTT