Ritabhari Viral Video: 'তুমি কি আমাকে ভালবাসো?', কার কাছে ভালবাসা খুঁজছেন 'লাস্যময়ী' ঋতাভরী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ritabhari Viral Video: লাল রঙের হাই থাই স্লিট সিফনের স্কার্ট সঙ্গে লো লেক টপ এবং ওড়না-তে নয়া লুকে চমকে দিয়েছেন ঋতাভরী ৷ কাজল কালো চোখের চাহনিতে লাস্যময়ীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের৷
কলকাতা: টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার বঙ্গতনয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা৷
ঋতাভরীর ছবি বা ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ এবার বিচের ধারে লাল পোশাকে ধরা দিলেন নায়িকা৷ লাল রঙের হাই থাই স্লিট সিফনের স্কার্ট সঙ্গে লো লেক টপ এবং ওড়না-তে নয়া লুকে চমকে দিয়েছেন নায়িকা৷ কোকড়ানো চুল,কাজল কালো চোখের চাহনিতে লাস্যময়ীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের৷ ভিডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছে এমনই একটি গান, যা নিয়ে চর্চা তুঙ্গে৷ গানের শেষ লাইন বলছে, ডু ইউ লভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালবাসো, কার উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন নায়িকা, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ ভিডিও পোস্ট করা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতা ছড়িয়ে শিরোনামে উঠে এলেন নায়িকা৷ যদিও ভক্তদের বিনোদনের রসদ জোগাতে হামেশাই ভিডিও -ছবি শেয়ার করে থাকেন ঋতাভরী চক্রবর্তী৷ এবারও তেমনটাই করলেন বঙ্গললনা৷ সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন নায়িকা।
advertisement
বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। ফ্যাশনে স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে। তাঁর রূপের জাদুতে মুগ্ধ সাইবারবাসী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 4:13 PM IST