Ranveer Singh: রণবীরকে ২৪ বার থাপ্পড় মারেন ‘এই’ অভিনেতা? কী ঘটেছিল সেদিন? জানলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বলিউডের তাবড় অভিনেতা খেলেন থাপ্পড়? তাও আবার একটা নয়, দুটো নয়, গুণে গুণে চব্বিশটা থাপ্পড়৷
বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর সিং। প্রতিটি চরিত্র বাস্তব করে তোলেন অভিনেতা। বাজিরাও থেকে আলাউদ্দিন খিলজি, রণবীরের অভিনয়ের গুণে জীবন্ত হয়ে ওঠে চরিত্ররা। এহেন বলিউডের তাবড় অভিনেতা খেলেন থাপ্পড়? তাও আবার একটা নয়, দুটো নয়, গুণে গুণে চব্বিশটা থাপ্পড়৷
রণবীরের থাপ্পড় খাওয়ার ঘটনাটি বেশ চমকপ্রদ। ২০১৮ সালে ‘পদ্মাবত’ ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা। এই ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীরের অভিনয় সাড়া জাগানো। সঞ্জয় লীলা বনশালি পরিচালনায় রণবীরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা, শাহিদ কাপুরের মতো অভিনেতারাও। এই ছবির শ্যুটিং করতে গিয়েই চড় খেতে হয় রণবীরকে।
আরও পড়ুন: শ্যুটে দৌড়ঝাঁপ, সিঁড়ি ভাঙার পরেই বুকে ব্যথা সৃজিতের! হার্ট চেকআপের পর কী জানালেন পরিচালক
advertisement
advertisement
‘পদ্মাবতের’ একটি দৃশ্যে দেখানো হয় রণবীরকে চড় মারছেন রাজা মুরাদ। অর্থাৎ আলাউদ্দিন খিলজিকে চড় মারছেন জালালউদ্দিন খিলজি৷ এই দৃশ্য শ্যুট করতে গিয়েই ঘটে যত বিপত্তি৷ কথামতো রণবীরকে চড় মারেন রাজা মুরাদ৷ কিন্তু সেই চড় মোটেই পছন্দ হয়নি পরিচালকের৷ তাই সঞ্জয়ের কথায় আবার চড়ের দৃশ্য শ্যুট করা হয়৷ কিন্তু এবারও পছন্দ হল না খুঁতখুঁতে পরিচালক সঞ্জয় লীলা বনশালির৷ তাই রিটেক৷ এইভাবে ২৪ বার শ্যুট করা হয় ওই চড়ের দৃশ্যের৷ ফলে বারবার রিটেকের চক্করে একের জায়গায় ২৪টি থাপ্পড় খেতে হয় বেচারা রণবীরকে৷
advertisement
সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানিতে’ দেখা যাবে রণবীরকে৷ করণ জোহরের পরিচালনায় এই ছবিতে ফের আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধবেন রণবীর৷ পাশাপাশি থাকছেন বাঙালি অভিনেতারাও৷ টোটা রায়চৌধুরি, চুর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে করণ জোহরের নতুন ছবিতে৷ আছেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, শাবানা আজমি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 5:39 PM IST