Hema Malini, Dharmendra: তাঁকে ছেড়ে হেমাকে বিয়ে! ধর্মেন্দ্রর ১ম স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রীর?

Last Updated:
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বিয়ে নিয়ে আজও চর্চার শেষ নেই৷ বলিউডে দ্বিতীয় বিয়ের উদাহরণ প্রচুর৷ তবে খুব কম সেলেবদের বিয়ে নিয়েই বোধহয় এত কাটাছেঁড়া হয়েছে।
1/7
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বিয়ে নিয়ে আজও চর্চার শেষ নেই৷ বলিউডে দ্বিতীয় বিয়ের উদাহরণ প্রচুর৷ তবে খুব কম সেলেবদের বিয়ে নিয়েই বোধহয় এত কাটাছেঁড়া হয়েছে। এমনকি, এখনও হয়ে চলেছে৷ ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে হেমার সম্পর্ক ঠিক কেমন সেই নিয়ে আজও জল্পনা৷ ধর্মেন্দ্রর প্রথম পক্ষের ছেলেমেয়েদের সঙ্গে হেমার সম্পর্ক নিয়েও আমজনতার মনে কৌতুহল।
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বিয়ে নিয়ে আজও চর্চার শেষ নেই৷ বলিউডে দ্বিতীয় বিয়ের উদাহরণ প্রচুর৷ তবে খুব কম সেলেবদের বিয়ে নিয়েই বোধহয় এত কাটাছেঁড়া হয়েছে। এমনকি, এখনও হয়ে চলেছে৷ ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে হেমার সম্পর্ক ঠিক কেমন সেই নিয়ে আজও জল্পনা৷ ধর্মেন্দ্রর প্রথম পক্ষের ছেলেমেয়েদের সঙ্গে হেমার সম্পর্ক নিয়েও আমজনতার মনে কৌতুহল।
advertisement
2/7
সম্প্রতি ধর্মেন্দ্রর নাতি, অর্থাৎ সানি দেওলের ছেলে করণের বিয়েতে দেখা যায়নি হেমাকে।  আবার এই বিয়েতেই বহু বছর পর একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে। কিন্তু জানেন কি, বিয়ের আগে থেকেই ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে যথেষ্ট পরিচয় ছিল হেমার৷ প্রকাশের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক হেমার? কী বলেছেন অভিনেত্রী?
সম্প্রতি ধর্মেন্দ্রর নাতি, অর্থাৎ সানি দেওলের ছেলে করণের বিয়েতে দেখা যায়নি হেমাকে। আবার এই বিয়েতেই বহু বছর পর একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে। কিন্তু জানেন কি, বিয়ের আগে থেকেই ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে যথেষ্ট পরিচয় ছিল হেমার৷ প্রকাশের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক হেমার? কী বলেছেন অভিনেত্রী?
advertisement
3/7
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র৷ প্রকাশ এবং ধর্মেন্দ্রর তখন চার সন্তান, দুই ছেলে সানি-ববি এবং দুই মেয়ে বিজিতা এবং অজিতা৷ বিয়ের পর থেকেই স্বামীর প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে স্বাভাবিক দূরত্ব বজায় রেখেছেন হেমা৷ মিডিয়ার সামনে কখনওই খুব একটা খোলাখুলি ভাবে কথা বলেননি এই বিষয়ে৷ তবে, কয়েকবছর আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেন হেমা মালিনী৷  এই বইতে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে নিজের সম্পর্ক খোলসা করছেন অভিনেত্রী৷
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র৷ প্রকাশ এবং ধর্মেন্দ্রর তখন চার সন্তান, দুই ছেলে সানি-ববি এবং দুই মেয়ে বিজিতা এবং অজিতা৷ বিয়ের পর থেকেই স্বামীর প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে স্বাভাবিক দূরত্ব বজায় রেখেছেন হেমা৷ মিডিয়ার সামনে কখনওই খুব একটা খোলাখুলি ভাবে কথা বলেননি এই বিষয়ে৷ তবে, কয়েকবছর আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেন হেমা মালিনী৷ এই বইতে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে নিজের সম্পর্ক খোলসা করছেন অভিনেত্রী৷
advertisement
4/7
সূত্রের খবর অনুযায়ী বিয়ের আগে থেকেই প্রকাশকে চিনতেন হেমা৷ কিছু সামাজিক অনুষ্ঠানে তাঁদের সাক্ষাৎও হয়েছিল৷ তাহলে বিয়ের পর এত দূরত্ব কেন?
সূত্রের খবর অনুযায়ী বিয়ের আগে থেকেই প্রকাশকে চিনতেন হেমা৷ কিছু সামাজিক অনুষ্ঠানে তাঁদের সাক্ষাৎও হয়েছিল৷ তাহলে বিয়ের পর এত দূরত্ব কেন?
advertisement
5/7
‘‘আমি কাউকে বিরক্ত করতে চাইনি৷ ধরমজী আমার জন্য, আমার সন্তানদের জন্য সমস্ত দায়িত্ব পালন করেছেন৷ একজন বাবার যা যা করা উচিত, উনি সে সবই করছেন৷ আমি এতেই খুশি৷’’ বইতে এমন কথাই বলেছেন হেমা৷
‘‘আমি কাউকে বিরক্ত করতে চাইনি৷ ধরমজী আমার জন্য, আমার সন্তানদের জন্য সমস্ত দায়িত্ব পালন করেছেন৷ একজন বাবার যা যা করা উচিত, উনি সে সবই করছেন৷ আমি এতেই খুশি৷’’ বইতে এমন কথাই বলেছেন হেমা৷
advertisement
6/7
সেই সঙ্গে প্রকাশ কৌরের কথাও উল্লেখ করছেন হেমা। তাঁর কথায়, ‘‘যদিও আমি প্রকাশের সম্পর্কে সেভাবে কখনও কিছু বলিনি, তবে আমি ওঁকে শ্রদ্ধা করি। এমনকি আমার মেয়েরাও ধরমজীর পরিবারকে শ্রদ্ধা করে। আমি জানি, সবাই আমাদের সম্পর্কের বিষয়ে জানতে আগ্রহী। কিন্তু আমার মনে হয় এটা অন্য কারও জানার কোনও দরকার নেই।’’
সেই সঙ্গে প্রকাশ কৌরের কথাও উল্লেখ করছেন হেমা। তাঁর কথায়, ‘‘যদিও আমি প্রকাশের সম্পর্কে সেভাবে কখনও কিছু বলিনি, তবে আমি ওঁকে শ্রদ্ধা করি। এমনকি আমার মেয়েরাও ধরমজীর পরিবারকে শ্রদ্ধা করে। আমি জানি, সবাই আমাদের সম্পর্কের বিষয়ে জানতে আগ্রহী। কিন্তু আমার মনে হয় এটা অন্য কারও জানার কোনও দরকার নেই।’’
advertisement
7/7
হেমা না করলেও হেমার কন্যা এষা দেওলের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল প্রকাশের।  হেমার আত্মজীবনীর শেষভাগে এষা বলেছেন তাঁর সেই অভিজ্ঞতার কথা৷ তিনি বলেন, ‘‘ আমি ওনার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম৷ উনি আমার আশির্বাদ করেন৷’’
হেমা না করলেও হেমার কন্যা এষা দেওলের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল প্রকাশের। হেমার আত্মজীবনীর শেষভাগে এষা বলেছেন তাঁর সেই অভিজ্ঞতার কথা৷ তিনি বলেন, ‘‘ আমি ওনার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম৷ উনি আমার আশির্বাদ করেন৷’’
advertisement
advertisement
advertisement