Rani Mukerji: 'কেরিয়ারে এত ভালবাসা আগে পাইনি', পর্দায় বাঙালি মা হয়ে আপ্লুত রানি, কী বললেন তিনি

Last Updated:

Rani Mukerji: এই ছবিতে একজন বাঙালির চরিত্রে দেখা যাচ্ছে রানিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সাদামাঠা সাজ আর নজরকাড়া অভিনয়ে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী।

ছবির মুক্তির অপেক্ষায় রানি
ছবির মুক্তির অপেক্ষায় রানি
মুম্বই: দীর্ঘ দিন পর পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন অসীমা ছিব্বর। নাম 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'। সন্তান প্রতিপালনে গাফিলতির অভিযোগে মায়ের থেকে সন্তানকে আলাদা করে দেয় নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে সেই মায়ের লড়াইকে কেন্দ্র করেই বোনা হয়েছে ছবির গল্প।
এই ছবিতে একজন বাঙালির চরিত্রে দেখা যাচ্ছে রানিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সাদামাঠা সাজ আর নজরকাড়া অভিনয়ে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী। আপ্লুত তিনি। এ বিষয়ে রানি বলেন, "সারা পৃথিবী থেকে ভালবাসা পাচ্ছি। খুব ভাল লাগছে। আমার সহকর্মী, বন্ধুরা, পরিবার- সকলেই ট্রেলার দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন।"
advertisement
advertisement
আরও একবার ছকভাঙা চরিত্রে রানি। 'মর্দানি ২'-এর পর ফের পর্দায় প্রত্যাবর্তন। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য হিট ছবি এসেছে তাঁর ঝুলিতে। এসেছে একাধিক পুরস্কারও। কিন্তু 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' রানির মনের অনেকটা জায়গা জুড়ে থেকে যাবে।
advertisement
অভিনেত্রীর কথায়, "আমার পুরো কেরিয়ারে প্রথমবার নিজের কাজের জন্য এত ভালবাসা পাচ্ছি। 'ব্ল্যাক'-এর পর এ রকম ভালবাসা আর পাইনি। খুব কমই একটা ট্রেলার নিয়ে মানুষের মধ্যে এমন আবেগ দেখা যায়। কোনও ছবির ট্রেলার দেখে মানুষের চোখে জল আসতে এই প্রথম দেখলাম।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani Mukerji: 'কেরিয়ারে এত ভালবাসা আগে পাইনি', পর্দায় বাঙালি মা হয়ে আপ্লুত রানি, কী বললেন তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement