মুম্বই: দীর্ঘ দিন পর পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন অসীমা ছিব্বর। নাম 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'। সন্তান প্রতিপালনে গাফিলতির অভিযোগে মায়ের থেকে সন্তানকে আলাদা করে দেয় নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে সেই মায়ের লড়াইকে কেন্দ্র করেই বোনা হয়েছে ছবির গল্প।
এই ছবিতে একজন বাঙালির চরিত্রে দেখা যাচ্ছে রানিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সাদামাঠা সাজ আর নজরকাড়া অভিনয়ে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী। আপ্লুত তিনি। এ বিষয়ে রানি বলেন, "সারা পৃথিবী থেকে ভালবাসা পাচ্ছি। খুব ভাল লাগছে। আমার সহকর্মী, বন্ধুরা, পরিবার- সকলেই ট্রেলার দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন।"
আরও পড়ুন: শরীরচর্চা করতে গিয়ে অঘটন, রক্তারক্তি কাণ্ড! আপাতত কেমন আছেন অরুণিমা ঘোষ
আরও পড়ুন: সাফল্য পেতেই 'নকল' করছেন শাহরুখকে? সলমনের ভোলবদল দেখে অবাক সকলেই
আরও একবার ছকভাঙা চরিত্রে রানি। 'মর্দানি ২'-এর পর ফের পর্দায় প্রত্যাবর্তন। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য হিট ছবি এসেছে তাঁর ঝুলিতে। এসেছে একাধিক পুরস্কারও। কিন্তু 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' রানির মনের অনেকটা জায়গা জুড়ে থেকে যাবে।
অভিনেত্রীর কথায়, "আমার পুরো কেরিয়ারে প্রথমবার নিজের কাজের জন্য এত ভালবাসা পাচ্ছি। 'ব্ল্যাক'-এর পর এ রকম ভালবাসা আর পাইনি। খুব কমই একটা ট্রেলার নিয়ে মানুষের মধ্যে এমন আবেগ দেখা যায়। কোনও ছবির ট্রেলার দেখে মানুষের চোখে জল আসতে এই প্রথম দেখলাম।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।