হোম /খবর /বিনোদন /
শরীরচর্চা করতে গিয়ে অঘটন, রক্তারক্তি কাণ্ড! আপাতত কেমন আছেন অরুণিমা ঘোষ

Arunima Ghosh: শরীরচর্চা করতে গিয়ে অঘটন, রক্তারক্তি কাণ্ড! আপাতত কেমন আছেন অরুণিমা ঘোষ

Arunima Ghosh: প্রতি দিনের মতোই সকালবেলায় নিজের ফ্ল্যাটের বারান্দায় শরীরচর্চা করছিলেন অরুণিমা। অভিনেত্রীর হাতে ছিল ভারী ডাম্বল। শরীরচর্চা করতে করতে আচমকা পা পিছলে কাচের উপর পরে যান অরুণিমা।

  • Share this:

কলকাতা: শরীরচর্চা করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। শেষমেশ হাসপাতালে ছুটতে হল অভিনেত্রী অরুণিমা ঘোষকে।

প্রতি দিনের মতোই সকালবেলায় নিজের ফ্ল্যাটের বারান্দায় শরীরচর্চা করছিলেন অরুণিমা। অভিনেত্রীর হাতে ছিল ভারী ডাম্বল। শরীরচর্চা করতে করতে আচমকা পা পিছলে কাচের উপর পরে যান অরুণিমা। সঙ্গে সঙ্গেই কাচ ভেঙে টুকরো টুকরো। জানা গিয়েছে, একটি কাচের টুকরো অভিনেত্রীর অনামিকায় ঢুকে যায়।

আরও পড়ুন: ১৫জনের সামনে নগ্ন শ্যুট, বিক্রি করতে চেয়েছিল ব্যবসায়ী! বিতর্কে দক্ষিণের ‘দীপিকা’

আরও পড়ুন: মানুষ হিসেবে আদৌ কতটা ভাল নওয়াজ? বিস্ফোরক অভিনেতার ভাই, অভিযোগ জানলে অবাক হবেন

এর পরেই রক্তারক্তি কাণ্ড। রক্তক্ষরণ থামতে চাইছিল না। তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান অরুণিমা। সাধারণ সেলাই নয়, আঙুলে অস্ত্রোপচার করতে হয় তাঁর। আপাতত ভাল আছেন অভিনেত্রী। এই দুর্ঘটনায় অভিনেত্রীর আঙুল প্রায় দু'খণ্ড হতে বসেছিল। ১২টি সেলাই পড়ে তাঁর।

 

দিন কয়েক আগেই অরিন্দম শীল পরিচালিত 'মায়াকুমারী'-তে দেখা গিয়েছিল অরুণিমাকে। সেই ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এর পর তাঁকে দেখা যাবে 'কীর্তন'-এ।

Published by:Sanchari Kar
First published:

Tags: Actress, Arunima Ghosh