Salman Khan: সাফল্য পেতেই 'নকল' করছেন শাহরুখকে? সলমনের ভোলবদল দেখে অবাক সকলেই
- Published by:Sanchari Kar
Last Updated:
Salman Khan: নতুন ছবির মুক্তির আগে চুল বড় করেছেন সলমন। 'লুক' বদলে ফেলতে পনিটেলেই ভরসা রেখেছেন 'ভাইজান'। মাথায় চাপিয়েছেন কালো হ্যাট।
মুম্বই: নতুন ছবি মুক্তির অপেক্ষায়। তার ঠিক আগে নিজের ভোল পাল্টে অনুরাগীদের নতুন চমক দিলেন সলমন খান।
মঙ্গলবার মুম্বইয়ে লেন্সবন্দি হলেন সলমন। তাঁর পরনে কালো টি শার্ট আর ট্রাউজার্স। গাল ভর্তি দাড়ি। কিন্তু নজর কাড়ল অভিনেতার পনিটেল। নতুন ছবির মুক্তির আগে চুল বড় করেছেন সলমন। 'লুক' বদলে ফেলতে পনিটেলেই ভরসা রেখেছেন 'ভাইজান'। মাথায় চাপিয়েছেন কালো হ্যাট।
#SalmanKhan new look with long hair natural pic.twitter.com/YDGnkHSPjw
— Harminder 🍿🎬🏏 (@Harmindarboxoff) February 27, 2023
advertisement
advertisement
সলমনের এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু চর্চা। নেটমাধ্যমে অভিনেতার এক অনুরাগী লেখেন, 'ওঁকে (সলমনকে) ভাল দেখাচ্ছে। সুদর্শন মনে হচ্ছে।' অন্য একজন আবেগতাড়িত হয়ে লেখেন, 'ভাই পরচুলা পরলেও তাঁকে ভাল লাগবে। খুব সুদর্শন দেখাচ্ছে ওঁকে।'
advertisement
নেটিজেনদের একাংশ আবার সলমনের নতুন লুকের সঙ্গে শাহরুখ খানের 'পাঠান'-এর লুকের মিল পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটিতে শাহরুখকে বড় চুলে দেখা গিয়েছিল। অনেকে মনে করছেন, এ বার 'বাদশা'র পথেই হাঁটছেন 'ভাইজান'।
advertisement
আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই মুক্তি পাবে 'কিসি কা ভাই কিসি কি জান'। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। ইতিমধ্যেই ছবিটির বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 6:49 PM IST