Ranbir Kapoor Alia Bhatt Wedding: রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়ে সবাই উচ্ছ্বসিত! বিবাহিত জীবনের নতুন যাত্রা শুরু করেছেন এই তারকা দম্পতি। বাস্তুর বাইরে অপেক্ষারত মিডিয়াদের জলখাবারের বাক্স বিতরণ করা থেকে শুরু করে সেলিব্রিটিদের সাজ, উৎসবের খুঁটিনাটি, অনুষ্ঠানস্থলের সাজ, সবটুকু নিয়ে অনুরাগীদের আগ্রহে খামতি ছিল না। বিয়ের দিন নবদম্পতিকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে আমূল! আমূল রণবীর এবং আলিয়ার প্রথম ঝলকটিকে ব্যবহার করে একটি কার্টুন তৈরি করেছে। রণবীরের ব্যঙ্গচিত্রটি নববধূ আলিয়াকে মাখন বোলানো রুটি খাওয়াচ্ছে। আমূল গার্লকে মিস করবেন না কিন্তু! পোস্টে লেখা, “পট মঙনি, ‘ভাট’ বিয়াহ”। আমূল বিশেষ বিশেষ মুহূর্তে এই মজাদার কার্টুন দিয়ে নানান বার্তা পোস্ট করেই থাকে। ছবিটির ক্যাপশনে আমূল লিখেছে, “আমূল টপিকাল: দ্য আলিয়া-রণবীর শাদি।” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ওই ছবি। ছবিতে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অগুণতি ভক্ত।
আরও পড়ুন- কীসের এত তাড়া? সাত পাক নয়, চটজলদি চার পাক ঘুরেই বিয়ে সারলেন রণবীর আলিয়া!
View this post on Instagram
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রাকবিবাহ উত্সব শুরু হয় ১৩ এপ্রিল মেহেন্দির মাধ্যমে৷ করিনা কাপুর থেকে শুরু করে আলিয়া ভাটের বেস্ট ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন এই বিবাহ উৎসব উদযাপন করতে আসেন বাস্তুতে৷
রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “মেরে ভাই কি শাদি”।
View this post on Instagram
কনেপক্ষের অনেকেই পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন। আলিয়া ভাটের মা, প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান একটি সেলফি পোস্ট করে লিখেছেন, “ওয়েডিং ভাইবস।”
আরও পড়ুন- রণবীর আলিয়াকে 'বিশেষ' শুভেচ্ছা জানাল এই কনডোম ব্র্যান্ড! নিমেষে ভাইরাল পোস্ট!
অভিনেত্রী নীনা গুপ্তা এই উপলক্ষ্যে তাঁর আন্তরিক শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রী নাফিসা আলি লিখেছেন, “অভিনন্দন বন্ধু আলিয়া।”View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt-Ranbir Kapoor Wedding, Ranbir Kapoor Alia Bhatt Marriage