Amul Wishes Ranbir Kapoor Alia Bhatt: আলিয়াকে মাখন মাখানো রুটি খাওয়াচ্ছেন রণবীর! নবদম্পতিকে শুভেচ্ছা আমূলের!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt Wedding: পোস্টে লেখা, “পট মঙনি, ‘ভাট’ বিয়াহ”।
Ranbir Kapoor Alia Bhatt Wedding: রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়ে সবাই উচ্ছ্বসিত! বিবাহিত জীবনের নতুন যাত্রা শুরু করেছেন এই তারকা দম্পতি। বাস্তুর বাইরে অপেক্ষারত মিডিয়াদের জলখাবারের বাক্স বিতরণ করা থেকে শুরু করে সেলিব্রিটিদের সাজ, উৎসবের খুঁটিনাটি, অনুষ্ঠানস্থলের সাজ, সবটুকু নিয়ে অনুরাগীদের আগ্রহে খামতি ছিল না। বিয়ের দিন নবদম্পতিকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে আমূল! আমূল রণবীর এবং আলিয়ার প্রথম ঝলকটিকে ব্যবহার করে একটি কার্টুন তৈরি করেছে। রণবীরের ব্যঙ্গচিত্রটি নববধূ আলিয়াকে মাখন বোলানো রুটি খাওয়াচ্ছে। আমূল গার্লকে মিস করবেন না কিন্তু! পোস্টে লেখা, “পট মঙনি, ‘ভাট’ বিয়াহ”। আমূল বিশেষ বিশেষ মুহূর্তে এই মজাদার কার্টুন দিয়ে নানান বার্তা পোস্ট করেই থাকে। ছবিটির ক্যাপশনে আমূল লিখেছে, “আমূল টপিকাল: দ্য আলিয়া-রণবীর শাদি।” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ওই ছবি। ছবিতে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অগুণতি ভক্ত।
advertisement
advertisement
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রাকবিবাহ উত্সব শুরু হয় ১৩ এপ্রিল মেহেন্দির মাধ্যমে৷ করিনা কাপুর থেকে শুরু করে আলিয়া ভাটের বেস্ট ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন এই বিবাহ উৎসব উদযাপন করতে আসেন বাস্তুতে৷
রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “মেরে ভাই কি শাদি”।
advertisement
advertisement
কনেপক্ষের অনেকেই পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন। আলিয়া ভাটের মা, প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান একটি সেলফি পোস্ট করে লিখেছেন, “ওয়েডিং ভাইবস।”
advertisement
অভিনেত্রী নীনা গুপ্তা এই উপলক্ষ্যে তাঁর আন্তরিক শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রী নাফিসা আলি লিখেছেন, “অভিনন্দন বন্ধু আলিয়া।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2022 6:15 PM IST