Priyanka-Nick Kissing Scene: গভীর আলিঙ্গনে নিককে চুমু খেলেন প্রিয়াঙ্কা! অন্তরঙ্গ ছবি ভাইরাল নেটদুনিয়ায়
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Priyanka-Nick Kissing Scene: নতুন বছরে ছুটির মেজাজে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। ফলে চড়চড় করে যেন উষ্ণতার পারদ চড়ল নেটদুনিয়ায়।
নতুন বছরে ছুটির মেজাজে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। ফলে চড়চড় করে যেন উষ্ণতার পারদ চড়ল নেটদুনিয়ায়।
কাবো-তে সপরিবার বর্ষবরণ উদযাপন করতে গিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল দম্পতির কন্যা মালতী মেরি এবং কিছু বন্ধুবান্ধবও। সঙ্গী হয়েছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়াও। যদিও বেশ গোপনীয়তা রক্ষা করেই অবসরযাপন করতে গিয়েছিলেন জোনাস দম্পতি। তবে সেই অবসরযাপনের একগুচ্ছ নতুন ছবিই এখন ভাইরাল নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, নিককে নিবিড় আলিঙ্গন করে চুমু এঁকে দিচ্ছেন প্রিয়াঙ্কা।
advertisement
একটি ফ্যান ক্লাবের তরফে শেয়ার করা হয়েছে ছবিগুলি। সাদা ব্যাকলেস স্যুইমস্যুটে উত্তাপ ছড়াতে দেখা গেল ‘দেশি গার্ল’-কে। চূড়ো করে বাঁধা অগোছালো চুল এবং কালো রোদচশমায় চিরাচরিত ভঙ্গিতে ধরা দিয়েছেন নিক-ঘরণী। আর নিক বেছে নিয়েছিলেন ক্যাজুয়াল। শর্ট, টি-শার্ট আর টুপিতে হট আর হ্যান্ডসাম তিনিও।
advertisement
advertisement
একটি ছবিতে ঘন আলিঙ্গনরত অবস্থায় দেখা গেল নিক-প্রিয়াঙ্কাকে। নিককে জড়িয়ে ধরে চুমু খেতেও দেখা গিয়েছে নায়িকাকে। আর এমন ছবি উপহার পেয়ে আপ্লুত ভক্তরাও। তাঁরা লিখেছেন, “দু’জনকেই হট লাগে।” আর এক জন আবার লেখেন, “খুবই হট। আরও আরও ছবি চাই।”
আরও পড়ুন-শাহরুখকে খুনের হুমকি! পরিবারের ‘কাছের লোক’ চেয়েছিলেন মেরে ফেলতে, কারণ শুনলে শিউরে উঠবেন আপনিও
advertisement
মেক্সিকোর কাবো-তে নিউ ইয়ার্স ইভ কাটিয়েছেন এই তারকা দম্পতি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার পাশাপাশি তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন নিকের দুই ভাই জো এবং কেভিন জোনাস। নিক-প্রিয়াঙ্কার বর্ষবরণ উদযাপনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, দু’জনের চোখেই চশমা। তাতে লেখা, ‘হ্যাপি নিউ ইয়ার’। সবুজ ড্রেস আর কালো জ্যাকেটে অসাধারণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। রীতিমতো জিভ বার করে মজাদার ভঙ্গিতে পোজ দিতে দেখা গেল তাঁকে।
advertisement
প্রসঙ্গত কাজের দিক থেকে প্রিয়াঙ্কা এবং নিকের গত বছরটা বেশ ভালই গিয়েছিল। ‘সিটাডেল’, ‘লাভ এগেইন’-সহ আরও নানা প্রজেক্টে কাজ করেছেন অভিনেত্রী। আর নিকও বেশিরভাগ সময়টাই ব্যস্ত ছিলেন জোনাস ব্রাদার্স কনসার্ট ট্যুরে। এরপরে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘হেডস অফ স্টেট’ ছবিতে। হলিউডের এই প্রজেক্টে দেখা যাবে জন সিনা এবং ইদ্রিস এলবাকে। ফারহান আখতার পরিচালিত বলিউড ছবি ‘জি লে জারা’ ছবির কাজও রয়েছে অভিনেত্রীর হাতে। যেখানে প্রধান চরিত্রে প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকেও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2024 3:14 PM IST








