#কলকাতা: অনেকদিন পর ফের অভিনয়ে ফিরেছেন ৷ বাংলা টেলিভিশনের সৌজন্যে সবাই তাঁকে চেনেন ‘দষ্টু’নামেই ৷ অনেক বছর পর বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ধারাবাহিকে জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা সেন ৷ ‘সাত পাকে বাঁধা’র পর বিক্রম-ঐন্দ্রিলার জুটিকে ফিরিয়ে এনেছে ‘ফাগুন বউ’। জুটি হিসেবে আগের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন তাঁরা ৷ আর এই ধারবাহিকের ‘মহুল’ওরফে ঐন্দ্রিলা তো এখন তো বাংলা টেলি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন ৷
আরও পড়ুন: ‘মাসের পর মাস টাকা না পেলে কী করে চলবে ?’
এই ধারাবাহিক অন এয়ার হওয়ার পর থেকেই টিআরপি রেটিংয়ের বিচার উপরের দিকেই রয়েছে ৷
আরও পড়ুন: ভয়ে কাঁটা হয়ে আছি : মধুমিতা
তবে শুটিং বন্ধ থাকায় ৷ এই ধারাবাহিকের জনপ্রিয়তাতে কি কিছুটা ভাটা দেখা দেবে? ঐন্দ্রিলা বললেন,‘‘না আমার মনে হয় না ৷ আমাদের ধারাবাহিক ‘ফাগুন বউ’কে মানুষ যেভাবে ভালোবাসেছেন ৷ সব জট কাটিয়ে ফের টেলিকাস্ট শুরু হলে, আবার সবাই ভালোবাসতে শুরু করবেন ৷ সে বিষয়ে আমি একশো শতাংশ নিশ্চিত ৷’’
আরও পড়ুন: প্রযোজকদের আচরণ বড্ড অমানবিক, যা দুঃখজনক : দেবযানী
তিনি আরও বলেন,‘‘তবে এটাও ঠিক যে, সবাই প্রচণ্ড মিস করছেন ৷ আমাদের ধারাবাহিকটা দেখার জন্য অনেক মানুষই অপেক্ষা করে বসে থাকতেন ৷ আমার কাছে যে কত মেসেজ এসেছে, কী বলব ৷ আবার গত সোমবার থেকে টেলিকাস্ট বন্ধ হওয়াতেও প্রচুর মেসেজ আসতে শুরু করেছে ৷ তবে খারাপ লাগার বিষয় একটাই যে, ব্যাঙ্কিং থাকা সত্ত্বেও টেলিকাস্ট হচ্ছে না আমাদের ধারাবাহিকটা ৷ হয়তো কর্তৃপক্ষ আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে তবে মারাত্মক খারাপ লাগছে ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Serial, Serial Shooting, Shooting strike, Televison Actor