ভয়ে কাঁটা হয়ে আছি : মধুমিতা

Last Updated:

গত শনিবার থেকে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ধর্মঘট চলছে। শুটিং বন্ধ। বুধবারেও অচলাবস্থা কাটেনি। কী মনে হচ্ছে? কলম ধরলেন  ‘কুসুমদোলা’র নায়িকা মধুমিতা সরকার ৷

#কলকাতা: যেটা চলছে ভাল হচ্ছে না ৷ গত কয়েকদিন যে ঘটনা ঘটছে তা অনভিপ্রেত ৷ একজন শিল্পী হিসেবে বলতে পারি ৷ খারাপ লাগছে বড্ড খারাপ লাগছে ৷ কিন্তু যেটা ঘটছে তা ভাল নয় ৷
আমাদের উপরে এই সব দেখার জন্য অভিভাবকেরা রয়েছেন ৷ তাঁরা এ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেবেন ৷ আমরা তা জানি ৷ হ্যাঁ আলোচনার মধ্যে একটা বিষয় নিয়ে আমি একমত যে, অভিনেতা-অভিনেত্রীদের মাসের ১৫ তারিখের মধ্যে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ারা চাহিদাটা প্রচণ্ড সঙ্গত ৷ কেননা এটা আমাদের প্রফেশন ৷ এটা করেই আমরা সংসার চালাই ৷ আমাদের বাড়িতে তো ডোমেস্টিক হেল্পাররা রয়েছেন ৷ তাঁদেরও তো আমরা মাসের পয়লা তারিখের মধ্যে পারিশ্রমিক মিটিয়ে দিই ৷ আর আমরা যখন একটা মেগা সিরিয়ালে অভিনয় করতে আসি ৷ তখন সেটাও আমাদের কাজই ৷ তাই আমরাও এক্সপেক্ট করতে পারি যে, আমাদের পারিশ্রমিকও ১৫ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া হবে ৷
advertisement
আর গত শনিবার থেকে শুটিং বন্ধ ৷ পাঁচদিন হয়ে গেল ৷ পুজোর সময় একমাত্র বড় একটা ছুটি পাওয়া যায় ৷ কিন্তু তাঁর আগেই এত বড় ছুটি ৷ আবার যেটাকে ছুটিও বলা যায় না ৷ খুব ভয়ে আছি ৷ এই মুহূর্তে ‘কুসুমদোলা’ ধারাবাহিকে অভিনয় করছি ৷ আর এই ধারাবাহিকটা আগামী রবিবারই অফ এয়ার হতে চলেছে ৷ আর তার আগে যদি শুটিং শুরু না হয়, তবে খুব খারাপ ব্যাপার হবে ৷ কেননা ধারাবাহিকের শেষটা দর্শকদের কাছে নয়তো পৌঁছনো যাবে না ৷ তাই আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শুরু হোক ৷ এতে সবার ভাল হবে ৷
advertisement
advertisement
অনুলিখন: অমৃত হালদার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভয়ে কাঁটা হয়ে আছি : মধুমিতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement