Bengali Serial: 'মাধবীলতা'র মুকুটে নতুন পালক! 'মুকুট' হয়ে ফিরছেন শ্রাবণী, সঙ্গে 'কড়িখেলা'র অপূর্ব-পারমিতা
- Published by:Sayani Rana
Last Updated:
'মুকুট'-এ শ্রাবণী ভূঁইয়াকে দেখা যাবে নাম ভূমিকায়। তার সঙ্গে ফিরছে 'কড়িখেলা'র জনপ্রিয় জুটি অপূর্ব-পারমিতা।
কলকাতা: 'মাধবীলতা'র মুকুটের নতুন পালক, পর্দার 'মাধবীলতা' ফিরছে 'মুকুট' হয়ে। ২০২২ সালে অরণ্য বাঁচানোর অঙ্গীকার নিয়ে শুরু হয়েছিল 'মাধবীলতা'। শুরুতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও পরের দিকে কমতে থাকে টিআরপি। মাত্র তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যায় 'মাধবীলতা'। তার জায়গায় আসে অন্য ধারাবাহিক।
তবে কানাঘুষোয় শোনা যাচ্ছিল পর্দার 'মাধবীলতা' অর্থাৎ শ্রাবণী ভূঁইয়া নতুন কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল 'মুকুট'-এর প্রোমো।
আরও পড়ুন- জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়! 'নায়িকা নম্বর ওয়ান' হয়েও পূরণ হল না স্বপ্ন, কেন!
advertisement
এখানে শ্রাবণী ভূঁইয়াকে দেখা যাবে নাম ভূমিকায়। তার সঙ্গে ফিরছে 'কড়িখেলা'র জনপ্রিয় জুটি অপূর্ব-পারমিতা। মেগাতে এখন নতুন ট্রেন্ড, জনপ্রিয় পুরনো সব জুটিদের ফিরিয়ে আনা। ইতিমধ্যেই আমরা পর্দায় দেখতে পেয়েছি নীল-তিয়াসা জুটি কৌশিক-তৃণা জুটির কামব্যাক। এবার মুকুটের হাত ধরে ফিরছে 'কড়িখেলা'র অপূর্ব-পারমিতা অর্থাৎ শ্রীপর্ণা রায় ও আনন্দ ঘোষ।
advertisement
তবে শ্রাবণীর বিপরীতে একেবারে নতুন মুখ অর্ঘ্য মিত্র। ছোটপর্দায় এর আগে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যাবে এই মডেল-অভিনেতাকে। তাঁকে অবশ্য অনেক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ইতিমধ্যে। এছাড়া 'মুকুটে'র বাবার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।
advertisement
নানা চমকে ঠাসা এই সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছে, দুর্গা পুজোর প্রেক্ষাপটে শুরু হচ্ছে এই গল্প। মূলত প্রতিমা শিল্পীদের জীবনেরই গল্প বলবে। প্রোমো তে দেখা গিয়েছে শুভাশিস একজন শিল্পী। যিনি ঠাকুর তৈরি করেন। দুর্গাপুজোর সময় তার গোলা থেকে ঠাকুর মণ্ডপে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।তার মেয়ে মুকুট অস্ত্রের বদলে দেবীর হাতে তুলে দিচ্ছে পদ্মফুল। সেই সময়ই তিনজন সেখানে ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসে। আর অস্ত্রের বদলে ফুল দেখে প্রশ্ন করে দেবীর হাতে অস্ত্রের বদলে ফুল কেন? তখন মুকুট জানায় যে দেবী তো ভালবাসারও রূপ তাই চণ্ডী রূপের বদলে এবার গৌরী রূপে পুজো হোক।
advertisement
আর মাঝেই ঘটে যায় বিপত্তি। এক মহিলার আর্তনাদ শোনা যায়। তিনি চিৎকার করে বলেন যে তার মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যাচ্ছে। তখন 'মুকুট' ওরফে শ্রাবণী রুখে দাঁড়ায় রুদ্র মূর্তি ধারণ করে এবং গুণ্ডাদের দিকে সিঁদুর ভর্তি থালা ছুড়ে মারে। তারপর মন্দিরে লাগানো ঘণ্টা খুলে বনবন করে ঘোরাতে থাকে।
advertisement
এই পুরো ট্রেলার থেকে বোঝাই যায় যে এই সিরিয়ালটি মূলত নারী শক্তি উত্থানের কথা বলবে। আর পাশাপাশি মাধবীলতা শ্রাবণী 'কড়িখেলা'র অপূর্ব-পারমিতার কামব্যাক সবকিছু নিয়ে প্রোমোতেই বিরাট চমক দিয়েছে 'মুকুট'। 'মুকুটে'র প্রোমো দেখে দর্শকরাও উচ্ছ্বসিত ও আশাবাদী। এবার দেখার পালা 'মুকুট' মন জয় করতে পারে কিনা দর্শকদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 12:22 PM IST