Bengali Serial: জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়! 'নায়িকা নম্বর ওয়ান' হয়েও পূরণ হল না স্বপ্ন, কেন!

Last Updated:

জীবনের ঘাত-প্রতিঘাত পেরিয়ে কীভাবে জুনিয়র আর্টিস্ট শীতলা হয়ে উঠবে ‘নায়িকা নম্বর ওয়ান’ শীলা? সেই গল্প নিয়েই ৬ মার্চ থেকে কালার্স বাংলায় আসছে ‘নায়িকা নম্বর ওয়ান’।

জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়!
জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়!
কলকাতা: "কানন দেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর, নাম হবে কার!… এই শিলা শিকদার…।" আত্মবিশ্বাসে ভরপুর শীতলা শিকদার থুড়ি শিলা শিকদার আসছে ‘নায়িকা নম্বর ওয়ান’ হতে। জুনিয়র আর্টিস্ট হলেও চোখে তার একরাশ স্বপ্ন। একদিন টলিপাড়ার প্রথম সারির নায়িকা হয়ে উঠবে সে, এমনই তার ইচ্ছা। লাইট-ক্যামেরা-অ্যাকশন! অভিনয় দিয়েই করবে বাজিমাত। কিন্তু সত্যিই কি তার স্বপ্ন পূরণ হবে? এমনই একটি স্বপ্ন পূরণের গল্প নিয়ে কালার্স বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘নায়িকা নম্বর ওয়ান’।
স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত এই সিরিয়ালের মূল চরিত্র অর্থাৎ শীতলা শিকদারের ভূমিকায় দেখা যাবে ঋতব্রতা দেকে। এর আগেও তিনি ছোটপর্দায় কাজ করেছেন। তবে মূল চরিত্রে নয়। এবার একদম নতুন ভাবে অভিনেত্রীকে দেখা যাবে এই গল্পে। ইতিমধ্যে ট্রেলারে তার সেই নতুন রূপের ঝলক দেখা গেছে। ঋতব্রতা বিপরীতে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। তিনিও ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ।
advertisement
advertisement
এই সিরিয়ালের ট্রেলারে দেখানো হয়েছে, শীতলা সিকদার একজন জুনিয়র আর্টিস্ট। যে স্বপ্ন দেখে সে এক নম্বর নায়িকা হওয়ার। খুব আত্মবিশ্বাসী মেয়ে শীতলা জানে যে একদিন তার স্বপ্ন সত্যি হবে। সে স্বপ্নে দেখে, সে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছে। কিন্তু তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, যখন সে বুঝতে পারে এটা নিছকই একটি স্বপ্ন। তার স্বপ্ন কি কখনও পূরণ হবে? নাকি লাইট-ক্যামেরা-অ্যাকশন, সব ছেড়ে বাস্তব জীবনে প্রেমিকার অভিনয় করতে হবে তাকে? জীবনের ঘাত-প্রতিঘাত পেরিয়ে কীভাবে জুনিয়র আর্টিস্ট শীতলা হয়ে উঠবে ‘নায়িকা নম্বর ওয়ান’ শীলা? সেই গল্প নিয়েই ৬ মার্চ থেকে কালার্স বাংলায় আসছে ‘নায়িকা নম্বর ওয়ান’। এখন দেখার পালা শীলা কতটা মনজয় করতে পারে দর্শকদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial: জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়! 'নায়িকা নম্বর ওয়ান' হয়েও পূরণ হল না স্বপ্ন, কেন!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement