Subhashree Ganguly: ৩ ঘণ্টারও বেশি কসরত করে ইন্দুবালা হয়েছেন শুভশ্রী, বৃদ্ধাবেশ ধারণের নেপথ্য কাহিনি

Last Updated:

মেকআপ নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী একটি সংবাদমাধ্যমকে জানান, এই মেকআপে করতে তাঁর প্রতিদিন সময় লাগত ৩ ঘণ্টা করে। এখানেই শেষ নয়। মেকআপটি তুলতে সময় লাগত দেড় ঘণ্টার বেশি

 ইন্দুবালার বেশে শুভশ্রী
ইন্দুবালার বেশে শুভশ্রী
#কলকাতা: মুখে বলিরেখার ছাপ স্পষ্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁপা কাঁপা হাতে মাছে নুন হলুদ মাখিয়ে রান্না করছেন, কে এই বৃদ্ধা? বৃদ্ধা নন তিনি আসলে ইন্দুবালার সাজে স্বয়ং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
প্রখ্যাত লেখক কল্লোল লাহিড়ির লেখা বিখ্যাত উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজ আকারে মার্চেই মুক্তি পেতে চলেছে। গত রবিবার হইচই-এর অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে টিজার মুক্তি পেয়েছে। প্রধান চরিত্র 'ইন্দুবালা' হিসেবে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগে চরিত্রের লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়। বহুল প্রশংসিত হয় মেকআপ। সম্ভবত আন্তর্জাতিক নারী দিবসে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে হইচইতে।
advertisement
advertisement
এই সিরিজে অভিনেত্রীকে ইন্দুবালার যৌবন ও বৃদ্ধাবস্থার লুকে দেখা যাবে। টিজারে তেমনই আভাস পাওয়া যাচ্ছে। ইন্দুবালার বৃদ্ধাবস্থার লুক ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রীকে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছে। এই লুকের নেপথ্যে রয়েছেন বিশিষ্ঠ মেকআপ আর্টিস সোমনাথ কুন্ডু। তাঁর হাতের টানেই এই সূক্ষ্মতা ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে।
advertisement
মেকআপ নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী একটি সংবাদমাধ্যমকে জানান, এই মেকআপে করতে তাঁর প্রতিদিন সময় লাগত ৩ ঘণ্টা করে। এখানেই শেষ নয়। মেকআপটি তুলতে সময় লাগত দেড় ঘণ্টার বেশি। টানা ১০ দিন ধরে এই মেকআপ নিয়ে শ্যুট করতে হয়েছে তাঁকে। সঙ্গে একজন বৃদ্ধার শরীরিভঙ্গী ফুটিয়ে তোলার জন্য কুঁজো হয়ে থাকতে হয়েছে। এই গোটা প্রক্রিয়া যে মোটেও সহজ নয়, তা তো বলাই বাহুল্য।
advertisement
কিন্তু শারীরিক ভাবে কষ্টসাধ্য হলেও অভিনেত্রী জানান, তিনি একজন নারী, নারীদের সহ্য ক্ষমতা সাধারণত বেশিই হয় এবং এই ক্ষমতা নারীদের জন্মগত। ফলে কষ্ট তাঁকে স্পর্শ করতে পারেনি।
শুভশ্রীর কথায় জানা যায়, ওয়েব সিরিজ করার কথা প্রকাশ্যে আসতেই অনেকে তাঁকে জিজ্ঞাসা করেন সিনেমা ছেড়ে ওয়েব সিরিজ কেন?
advertisement
অভিনেত্রী জানান যে এই চরিত্রটি তাঁর মনের খুব কাছের কারণ ইন্দুবালা দৃঢ় কিন্তু আক্রমণাত্মক নয়। ইন্দুবালার স্নিগ্ধতার মধ্যেই লুকিয়ে আছে দৃঢ়তা, সবকিছুর মধ্যে সে ভালটাকে খুঁজে বার করে। এই চরিত্রটি নায়িকার কাছে খুব চ্যালেঞ্জিং হলেও ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ আরও করতে চান বলে জানান। রাজঘরণী এও বলেন যে ওটিটি-তে আত্মপ্রকাশ করার জন্য 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর চেয়ে ভাল প্রজেক্ট হতেই পারত না তাঁর জন্য। এবং টিজার মুক্তির পর থেকে যে ভালবাসা দর্শকদের কাছ থেকে পেয়েছেন তাতে অভিনেত্রী আপ্লুত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhashree Ganguly: ৩ ঘণ্টারও বেশি কসরত করে ইন্দুবালা হয়েছেন শুভশ্রী, বৃদ্ধাবেশ ধারণের নেপথ্য কাহিনি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement