হোম /খবর /বিনোদন /
হট লুক কোথায় গেল, আসলে কি এতটাই বয়স্ক শুভশ্রী? শুরু জোর চর্চা

Subhashree Ganguly: হট লুক কোথায় গেল, আসলে কি এতটাই বয়স্ক শুভশ্রী? শুরু জোর চর্চা

  • Share this:

কলকাতা: অনেক ক্ষেত্রেই অভিনেতাদের কাছে মিলেমিশে এক হয়ে পর্দা আর জীবন। কিন্তু সেই ছক ভাঙতেই যেন এ বার উল্টো পথে হাঁটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাস্তবে লাস্য আর জৌলুসে তাঁর চেহারায় মিলেমিশে একাকার। কিন্তু সেই শুভশ্রীই ক্যামেরার সামনে ধরা দিলেন অন্য ভাবে।

প্রথম চমক মিলেছিল আগেই। এ বার এল দ্বিতীয় চমক। প্রকাশ্যে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর টিজার। একই নামে কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে শুভশ্রীকে দেখা যাবে নামভূমিকায়।

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

পূর্ববঙ্গের মেয়ে ইন্দুবালা। অল্প বয়সেই সে স্বামীকে হারায়। সম্বল বলতে শুধু একটি বাড়ি। সন্তানদের বড় করে তুলতে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সে। রোজগারের জন্য খোলে ভাতের হোটেল। এ হেন ইন্দুর জীবনের নানা ঘটনা এবং তার লড়াইক ঘিরে আবর্তিত হবে সিরিজের গল্প।

আরও পড়ুন: শুভশ্রীর কোলে ইউভান! 'মা' বলে ডাকলেন অন্য কাউকে, কে তিনি?

আরও পড়ুন: তুমুল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শুভশ্রীর দিদি, কার জন্য এমন অবস্থা তাঁর

টিজারে অল্পবয়সি থেকে বৃদ্ধা ইন্দুবালার জীবনের গতিপথকে তুলে ধরা হয়েছে। সাদা শাড়ি, কুঁচকে যাওয়া ত্বক, চোখে চশমা- শুভশ্রীকে চেনা যেন দায়! সোমনাথ কুণ্ডুর প্রস্থেটিক মেকআপের জাদুতে ইন্দুবালা হিসেবে তিনি বিশ্বাসযোগ্য।

 

খুব বেশি দেরি নেই। চলতি মার্চেই মুক্তি পাবে 'ইন্দুবালা ভাতের হোটেল'। শুভশ্রীকে 'ইন্দুবালা' রূপে চাক্ষুষ করতে মুখিয়ে তাঁর অনুরাগীরা।

Published by:Sanchari Kar
First published:

Tags: Subhashree Ganguly