বলিরেখার ভাঁজে বয়স বাড়িয়ে ফেলবেন না
ত্বকে বলিরেখা একটি স্বাভাবিক সমস্যা
বয়স বাড়লেই ত্বকে বলিরেখা পড়ে
অকালে ত্বকে ভাঁজ পড়ার ফলে বয়সের আগেই বেশি বয়স্ক লাগে অনেককেই, এক্ষেত্রে কিছু ঘরোয়া প্রতিকারেই ম্যাজিক হতে পারে
আসুন জেনে নেওয়া যাক বলি রেখা দূর করতে কোন কোন উপাদান ব্যবহার করা যাবে-
ত্বকে ভাঁজ পড়লে নিয়মিত টক দইয়ের ফেস মাস্ক ব্যবহার করতে হবে
আনারসের রস ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে
সামান্য চালের গুঁড়ো করে নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে মাখুন ত্বকে
বলিরেখা থেকে মুক্তি পেতে রোজ রাতে ঘুমানোর আগে নারকেল তেল মুখে মেখে রাখতে হবে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন