Subhashree Ganguly Sister: তুমুল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শুভশ্রীর দিদি, কার জন্য এমন অবস্থা তাঁর
- Published by:Sanchari Kar
Last Updated:
Subhashree Ganguly Sister: দেবশ্রীর ছেলে অনীশ আইন নিয়ে বিদেশে পড়াশোনা করছেন। বহু বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলেকে একাই বড় করেছেন তিনি।
কলকাতা: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন না, বাংলায় এমন মানুষ বোধ হয় খুঁজলেও পাওয়া যাবে না। তবে অভিনেত্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়েও চর্চা কিছু কম নয়। বোনের পদাঙ্ক অনুসরণ করে তিনিও পা রেখেছেন অভিনয় জগতে। নেটমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা কিছু কম নয়। সম্প্রতি ফেসবুকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন তিনি।
দেবশ্রীর ছেলে অনীশ আইন নিয়ে বিদেশে পড়াশোনা করছেন। বহু বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলেকে একাই বড় করেছেন তিনি। দেবশ্রী বলেন, ছেলেই তাঁর বন্ধু, বেঁচে থাকার রসদ। দিন কয়েকে জন্য অনীশ দেশে ফিরে ছিলেন। কিন্তু নিয়ম মেনে এ বার ফের দূরে যাওয়ার পালা। তাই অনীশ এবং পরিবারের সঙ্গে কাটানো লেন্সবন্দি সুন্দর মুহূর্তগুলি নেটমাধ্যমে পোস্ট করে নিজের মন খারাপের কথা লেখেন দেবশ্রী।
advertisement

advertisement
ছেলের উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, "তোমার উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমরা বহু যোজন দূরে থাকছি। এই দূরে থাকাটা অবশ্যই আমাদের জন্য খুব কষ্টের। কিন্তু আমরা জানি, আমরা এগিয়ে যাচ্ছি। এ ভাবেই এগিয়ে যাও। ছোট ছোট পদক্ষেপ করো। কোনও তাড়া নেই, জান। আমরা এখানেই আছি। তোমার ভারতে ফিরে আসার অপেক্ষা করছি।"
advertisement
২০২১ সালে ফের ভালবেসে বিয়ে করেন দেবশ্রী। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন তিনি। এর পরেই আলাদা হন তাঁরা। আপাতত দেবশ্রী ব্যস্ত তাঁর কাজ নিয়ে। নিজের অধ্যাবসায়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। উইন্ডোজ প্রোডাকশনসের 'ফাটাফাটি'-তে দেখা যাবে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 1:11 PM IST