Bengali Serial TRP: মেগার নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে
- Published by:Sayani Rana
Last Updated:
তবে সার্বিক ভাবে নম্বর কমেছে সব বাংলা ধারাবাহিকের। এই পতনের কারণ কি? তবে বাংলা ধারাবাহিকের প্রতি কমে যাচ্ছে দর্শকদের আগ্রহ?
কলকাতা: আবারও সবাইকে পিছনে ফেলে সেরার সেরা 'অনুরাগের ছোঁয়া'। কিন্তু আগের থেকে নম্বর কমল। এখন দার্জিলিং জমজমাট 'অনুরাগের ছোঁয়া'তে। সোনা-রূপার বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। দার্জিলিং-এ এসেও সোনা-রূপা এক সঙ্গে। তাদের বন্ধুত্ব এছাড়া সোনার 'ফুল মা' অর্থাৎ দীপার প্রতি সোনার টানই দার্জিলিং-এও বারবার মুখোমুখি আনছে সূর্য-দীপাকে। কিন্তু এই সবকিছু মধ্যে মিশকা সোনাকে অপহরণ করে, সেই দায় দীপার উপর চাপানোর ষড়যন্ত্র করছে, আর তার ঝলক ইতিমধ্যেই দেখা গিয়েছে ট্রেলারে। সূর্য-দীপার সম্পর্কের টানাপোড়েন, সোনা-রূপার বন্ধুত্ব আর মিশকার ষড়যন্ত্র সবকিছু নিয়ে জমজমাট 'অনুরাগের ছোঁয়া' আবারও বেঙ্গল টপার।
'জগদ্ধাত্রী'কে টেক্কা দিয়ে এবার দ্বিতীয় স্থানে 'নিম ফুলের মধু'। সৃজনের মা-বৌদির ষড়যন্ত্রের জেরে জেরবার পর্ণা-সৃজনের সম্পর্ক। তাদের মনোমালিন্য তুঙ্গে। আর এই সুযোগে তিন্নি সৃজনের কাছাকাছি আসার চেষ্টা করলেও পর্ণা কিন্তু তাকে নিরস্ত্র করে চলেছে প্রতিনিয়ত, তেমনি আভাস নতুন প্রোমোতে। ষড়যন্ত্রের বিরুদ্ধে পর্ণার ভালবাসা কি জিতবে? তা দেখার জন্য কি বাড়ল দর্শকদের আগ্রহ?
advertisement
advertisement
তৃতীয় স্থানে 'জগদ্ধাত্রী'। রামকিঙ্কর লাহার বাড়ির গয়না চুরির রহস্য ইতিমধ্যেই ভেদ করে ফেলেছে জগদ্ধাত্রী। অন্যদিকে আইনের চোখে ফাঁকি দিয়ে পালিয়েছে উৎসব, পুলিশ ডিপার্টমেন্টেই কেউ তার বিরুদ্ধে সব প্রমান লোপাট করেছে বলে জগদ্ধাত্রীর ধারণা, তাই তা নিয়েই চলছে জোর তদন্ত। অন্যদিকে সয়ম্ভূর সরলতাকে কাজে লাগিয়ে এক প্রকার জগদ্ধাত্রীর বিরুদ্ধে ব্যবহার করছেন বৈদেহী মুখোপাধ্যায়। সবমিলিয়ে কিছুটা একই খাতে বইছে 'জগদ্ধাত্রী'র গল্প। তাই কী টিআরপি তালিকায় 'জগদ্ধাত্রী'র পতন?
advertisement
অন্যদিকে, 'মেয়েবেলা'তে সব বাধা পেরিয়ে মৌ-ডোডো সাতপাকে বাঁধা পড়লেও নেই স্বস্তি, কারণ বীথি এখনও মেনে নেয়নি মৌ-কে। পাশাপাশি সে ডোডোকে মনে করিয়ে দেয় যে মৌকে কর্তব্যের খাতিরে বিয়ে করলেও চাঁদনি তার আসল ভালবাসা। সব মিলিয়ে শ্বশুর বাড়িতে মৌ-এর ভবিষ্যৎ অনিশ্চিত। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে মৌ-ডোডো-চাঁদনির জীবন? তাই কি ভাবাচ্ছে দর্শকদের? নবম স্থানে উঠে এল 'মেয়েবেলা'।
advertisement
তবে সার্বিক ভাবে নম্বর কমেছে সব বাংলা ধারাবাহিকের। এই পতনের কারণ কি? তবে বাংলা ধারাবাহিকের প্রতি কমে যাচ্ছে দর্শকদের আগ্রহ?
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | নিম ফুলের মধু |
তৃতীয় | জগদ্ধাত্রী |
চতুর্থ | খেলনা বাড়ি |
পঞ্চম | গৌরী এলো |
ষষ্ঠ | রাঙা বউ |
সপ্তম | মিঠাই |
অষ্টম | পঞ্চমী |
নবম | মেয়েবেলা, বাংলা মিডিয়াম |
দশম | গাঁটছড়া |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 1:06 PM IST