Nawazuddin Siddiqui Kissing: ২১ বছরের তরুণীকে ঠোঁটঠাসা চুমু ৪৯-এর নওয়াজের! ছবি ফাঁস হতেই ধিক্কার চারদিকে

Last Updated:

Nawazuddin Siddiqui Kissing: বয়সের ব্যবধান ২৮ বছর! তাঁদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুম্বন তো ছবির কারণে। তা সত্ত্বেও কটূক্তি, কটাক্ষে জর্জরিত নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকি
মুম্বই: ঠোঁটঠাসা চুম্বনে মত্ত যুগল। পুরুষের বয়স ৪৯ বছর। নারীর বয়স ২১ বছর। বয়সের ব্যবধান ২৮ বছর! তাঁদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুম্বন তো ছবির কারণে। তা সত্ত্বেও কটূক্তি, কটাক্ষে জর্জরিত নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।
আর সেই প্রচার ঝলকেই নওয়াজকে চুম্বন করতে দেখা যায় নায়িকা অভনীত কৌরকে। যার বয়স মাত্র ২১ বছর। চিত্রনাট্যের গল্প অনুযায়ী, এক স্ট্রাগলিং অভিনেতার (নওয়াজ) বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী (অভনীত কৌর) নিজেও ভোপাল থেকে মুম্বইয়ে গিয়ে বসবাস করতে চান। নায়িকা হওয়ার শখ তারও। নওয়াজকে বিয়ে করে স্বপ্নের শহরে পাড়ি দিতে চান তিনি। আর তাই বিয়েতে রাজি হয়ে যান। তার পর নানা ঘটনার ঘনঘটায় গল্প এগোতে থাকে।
advertisement
advertisement
কিন্তু তাঁদের লিপ লকের ছবি ভাইরাল হতেই চারদিকে ধিক্কার শুরু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন, ‘ছিঃ কী জঘন্য এটা। ৪৯ বছরের নায়কের সঙ্গে ২১ বছরের অভনীত কেন জুটি বাঁধলেন’, ‘আর নওয়াজকে সমর্থন করতে পারছি না, অনেক হয়ে গিয়েছে ‘বহিরাগত’ ‘বহিরাগত’ খেলা’, ‘খুব নোংরা, যখন এই শ্যুটিং হয়েছে, তখন তো অভনীত মাত্র ২০ বছরের ছিল।’
advertisement
প্রসঙ্গত, এই ছবির প্রযোজনায় সাহায্য করেছেন কঙ্গনা রানাউত। কাস্টিংয়ের দায়িত্বও তিনি নিজের কাঁধেই নিয়েছিলেন। ছবির প্রচারে অভনীত তাই কঙ্গনা রানাউতের প্রতি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘‘আমি জানি এই ছবি ম্যামের (কঙ্গনা) জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই এই চরিত্রটিতে নিজেল সর্বস্ব দিয়েছি। আমাকে টিকু হিসেবে বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই তাঁকে এবং প্রথম ছবিতেই কঙ্গনা ম্যাম এবং নওয়াজ স্যারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui Kissing: ২১ বছরের তরুণীকে ঠোঁটঠাসা চুমু ৪৯-এর নওয়াজের! ছবি ফাঁস হতেই ধিক্কার চারদিকে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement