৩ কন্যার মা তিশা, কঞ্জুস স্বামীর পাল্লায় নাজেহাল বাংলাদেশের নায়িকা, ভাইরাল ভিডিও

Last Updated:

বছরের প্রথম সপ্তাহে মহিদুল মহিম পরিচালিত নাটকটি এখন বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং-এ এক নম্বরে। আর তারই একটি 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও মুক্তি পেল ফেসবুকে।

#ঢাকা: তানজিন তিশা। বাংলাদেশের টেলিভিশন এবং নাটকের জনপ্রিয় মুখ। ‘বেড সিন’ ও ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, মাহমুদুর রহমান হিমির ‘বাড়ি ফেরা’, রুবেল হাসানের ‘বৃষ্টি হয়ে এলে তুমি’ ও ‘প্রেম ছবি’র মতো বহু নাটকে নজর কেড়েছেন তিনি। আজ সেই নায়িকা মহা ফাঁপড়ে পড়েছেন। 'কঞ্জুস' (কিপটে) স্বামী মুশফিক আর ফারহানের পাল্লায় পড়ে নাজেহাল অবস্থা বাংলাদেশের নায়িকার।
স্টেশনারি দোকানের মালিক ফারহান একটি সাবানকে কেটে টুকরো করেন। ছেঁড়া গামছা ব্যবহার করতে দেন স্ত্রীকে। এমনই এক ঘোরতর সাংসারিক গোলকধাঁধায় পড়েছেন তানজিন। পালানোর জো নেই।
advertisement
তিন মেয়ে নিয়ে তিশা-ফারহানের পাঁচজনের সংসার। ফারহান সব কিছুতেই শুধু হিসাব করে বেড়ায়। পাছে টাকা খরচ হয়, এই ভয়ে নিজের বাড়িতে আত্মীয়স্বজন কে বাড়িতে ডাকেন না। তিশার কাছে অসহ্য লাগলেও উপায় নেই। কিন্তু এমনই গোলমেলে পরিবার বড়ই আনন্দ দিয়েছে বাংলার দর্শককে।
advertisement
গত ৩ জানুয়ারি ‘কঞ্জুস’ নামে একটি একক নাটক মুক্তি পেয়েছে। তাতে অভিনয় করেন তানজিন এবং ফারহান। 'উইডিং লাভ', 'দরদ', 'কঞ্জুস' নিয়ে মোট ৪টি কাজ করেছেন তাঁরা জুটিতে। বছরের প্রথম সপ্তাহে মহিদুল মহিম পরিচালিত নাটকটি এখন বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং-এ এক নম্বরে। আর তারই একটি 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও মুক্তি পেল ফেসবুকে।
advertisement
নাটকটি কৌতুকের মোড়কে সুন্দর জীবনবোধের গল্প বলে। আর তাই দর্শকের কাছে প্রবল জনপ্রিয়তা পেয়েছে। তার জন্য নায়ক-নায়িকাকে কী কী প্রস্তুতি নিতে হয়েছে? তানজিন-ফারহান দু'জনেই শরীরের ওজন বাড়িয়েছেন, বাংলা ভাষার উচ্চারণে নতুনত্ব এনেছেন, তানজিনকে পান চিবিয়ে কথা বলা অনুশীলন করতে হয়েছে। মজাদার এই নাটকটির শ্যুটিংও হয়েছে মজার ছলে, হেসেখেলে। তারই ঝলক নতুন ভিডিওয়ে। নাটকটির মতো 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও নিয়েও তোলপাড় সোশ্যাল মিডিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৩ কন্যার মা তিশা, কঞ্জুস স্বামীর পাল্লায় নাজেহাল বাংলাদেশের নায়িকা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement