বাইরে ধবধবে সাদা বরফে ঢাকা প্রান্তর, ভিতরে ফুটন্ত গরম জলে শরীর ডোবালেন সোনাক্ষী!

Last Updated:
Sonakshi Sinha: শ্বেতশুভ্র বিস্তীর্ণ এলাকায় প্রাণভরে নিশ্বাস নিলেন তিনি। আর তাঁর বিশ্বাস এই সফরে তিনি সান্তার দেখাও পেয়েছেন। ইচ্ছাপূরণের দেশে ইচ্ছাপূরণ হল সোনাক্ষীর।
1/9
ঠান্ডায় জবুথবু হয়ে রয়েছে বাংলার বিভিন্ন এলাকা। সারা দেশের একাধিক অংশে শৈত্য প্রবাহের সতর্কতা। এমনই একটি সময়ে সোনাক্ষী সিনহার ছবি দেখে আরও যেন হাড় কেঁপে উঠল ভক্তদের।
ঠান্ডায় জবুথবু হয়ে রয়েছে বাংলার বিভিন্ন এলাকা। সারা দেশের একাধিক অংশে শৈত্য প্রবাহের সতর্কতা। এমনই একটি সময়ে সোনাক্ষী সিনহার ছবি দেখে আরও যেন হাড় কেঁপে উঠল ভক্তদের।
advertisement
2/9
কোথায় সোনাক্ষী? বরফাবৃত ছবিতে ভর্তি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। ইগলুদের মতো বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিলেন তিনি।
কোথায় সোনাক্ষী? বরফাবৃত ছবিতে ভর্তি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। ইগলুদের মতো বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিলেন তিনি।
advertisement
3/9
কিন্তু অমন ঠান্ডায় ব্রালেট পরে কী করছেন সোনাক্ষী? তাও আবার জলে শরীর ডোবানো! কিন্তু হু হু করে কাঁপছেন না তো বলি অভিনেত্রী। কী এর রহস্য? আসলে ছবি দেখে এ কথা স্পষ্ট, ফুটন্ত গরম জলে শরীর গরম করছেন নায়িকা।
কিন্তু অমন ঠান্ডায় ব্রালেট পরে কী করছেন সোনাক্ষী? তাও আবার জলে শরীর ডোবানো! কিন্তু হু হু করে কাঁপছেন না তো বলি অভিনেত্রী। কী এর রহস্য? আসলে ছবি দেখে এ কথা স্পষ্ট, ফুটন্ত গরম জলে শরীর গরম করছেন নায়িকা।
advertisement
4/9
সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডে সফর সেরে এলেন সোনাক্ষী। বরফের দেশে গিয়ে তিনি ইনস্টাগ্রামে ছবি-ভিডিও দিয়ে লিখলেন, 'তোমার যা খুশি বলো, আমি জানিস সান্তা ক্লজের অস্তিত্ব আছে।'
সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডে সফর সেরে এলেন সোনাক্ষী। বরফের দেশে গিয়ে তিনি ইনস্টাগ্রামে ছবি-ভিডিও দিয়ে লিখলেন, 'তোমার যা খুশি বলো, আমি জানিস সান্তা ক্লজের অস্তিত্ব আছে।'
advertisement
5/9
বরফে তৈরি নাইটক্লাবে পার্টি করলেন, বরফ দিয়ে মানুষ বানালেন, নর্দার্ন লাইটস দেখার জন্য ছুটলেন, কাচের ইগলুতে বসে পেটপুজো করলেন, আইস স্কেটিংও করলেন বলি নায়িকা।
বরফে তৈরি নাইটক্লাবে পার্টি করলেন, বরফ দিয়ে মানুষ বানালেন, নর্দার্ন লাইটস দেখার জন্য ছুটলেন, কাচের ইগলুতে বসে পেটপুজো করলেন, আইস স্কেটিংও করলেন বলি নায়িকা।
advertisement
6/9
ছবি দিয়ে তিনি জানালেন, ঠান্ডা তাঁর একেবারে পছন্দ নয়। শীতকাল পছন্দের ঋতু নয়। তাই নিজের কাছেই প্রশ্ন রাখলেন, 'এত ঠান্ডা, তাও আমি গলে যাচ্ছি কীভাবে!' কারণটা কেবলই প্রাকৃতিক সৌন্দর্য।
ছবি দিয়ে তিনি জানালেন, ঠান্ডা তাঁর একেবারে পছন্দ নয়। শীতকাল পছন্দের ঋতু নয়। তাই নিজের কাছেই প্রশ্ন রাখলেন, 'এত ঠান্ডা, তাও আমি গলে যাচ্ছি কীভাবে!' কারণটা কেবলই প্রাকৃতিক সৌন্দর্য।
advertisement
7/9
মাইনাস ১৪ ডিগ্রিতেও দারুণ সময় কাটালেন সোনাক্ষী। সঙ্গী ছিল হট টাব। আর তাঁর ছবি দেখে স্পষ্ট, নিজের জীবনের অন্যতম সফর করে ফেললেন তিনি।
মাইনাস ১৪ ডিগ্রিতেও দারুণ সময় কাটালেন সোনাক্ষী। সঙ্গী ছিল হট টাব। আর তাঁর ছবি দেখে স্পষ্ট, নিজের জীবনের অন্যতম সফর করে ফেললেন তিনি।
advertisement
8/9
হট টাবে স্নান করা ছাড়াও হট কোকোয়া খেয়ে, বনফায়ার করে ঠান্ডার হাত থেকে বেঁচেছেন 'আকিরা'।
হট টাবে স্নান করা ছাড়াও হট কোকোয়া খেয়ে, বনফায়ার করে ঠান্ডার হাত থেকে বেঁচেছেন 'আকিরা'।
advertisement
9/9
শ্বেতশুভ্র বিস্তীর্ণ এলাকায় প্রাণভরে নিশ্বাস নিলেন তিনি। আর তাঁর বিশ্বাস এই সফরে তিনি সান্তার দেখাও পেয়েছেন। ইচ্ছাপূরণের দেশে ইচ্ছাপূরণ হল সোনাক্ষীর।
শ্বেতশুভ্র বিস্তীর্ণ এলাকায় প্রাণভরে নিশ্বাস নিলেন তিনি। আর তাঁর বিশ্বাস এই সফরে তিনি সান্তার দেখাও পেয়েছেন। ইচ্ছাপূরণের দেশে ইচ্ছাপূরণ হল সোনাক্ষীর।
advertisement
advertisement
advertisement