ফ্যাশনের ছোঁয়া? চার নারীকে নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে 'তাসবীর', কেন্দ্রে মুমতাজ

Last Updated:

পরিচালনায় অনির্বাণ বসু রায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'মুক্তি প্রাইম' প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। শহরে অনুষ্ঠানিক ভাবে 'তাসবীর'-এর এর ট্রেলার লঞ্চ হল সম্প্রতি।

#কলকাতা: চারজন নারী চরিত্রকে নিয়ে এবার নতুন সিরিজ 'তাসবীর'। গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে এই ছবি। পরিচালনায় অনির্বাণ বসু রায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'মুক্তি প্রাইম' প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। শহরে অনুষ্ঠানিক ভাবে 'তাসবীর'-এর এর ট্রেলার লঞ্চ হল সম্প্রতি।
না, ফ্যাশন দুনিয়া মানেই মধুর ভান্ডারকারের 'ফ্যাশন' ছবির ছোঁয়া থাকবে, তা নয়। একেবারে নতুন এক গল্প, গ্ল্যামার দুনিয়ার গল্পে থ্রিলারের ছোঁয়া দেখা যাবে এই সিরিজে।
advertisement
মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ সরকার। একজন লেডি ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে তাঁকে। গ্ল্যামার দুনিয়ায় তাসবীর তাঁর মডেলরা। গ্ল্যামার ওয়ার্ল্ড বরাবর আকর্ষণীয় আর গল্প এখন থেকেই শুরু। শহরের নামী মডেল ফটোগ্রাফার অ্যানি আর তার পারদর্শী সহকর্মী তিস্তা। অ্যানির ফটোগ্রাফি এতটাই বিখ্যাত শহরে প্রায় শহরের সবাই অ্যানির সঙ্গে কাজ করতে চায়।
advertisement
সেরকমই একজন উঠতি মডেল গুঞ্জন, সেও একদিন বিখ্যাত ফটোগ্রাফার অ্যানির স্টুডিওতে এসে হাজির হয়। কিন্তু হঠাৎ এক রকম কাকতালীয়ভাবেই সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। সারা শহরে ছড়িয়ে যায় আলোড়ন। এই ঘটনাচক্রের মধ্যেই একদিন অ্যানির স্টুডিওতে এসে হাজির হয় সেলস গার্ল। সে কি অ্যানির নজর কেড়ে হতে পারবে একজন মডেল? না সেও গুঞ্জনের মতো হয়ে যাবে নিখোঁজ? গুঞ্জনই বা আছে কোথায়? কী হল তার সঙ্গে এমন! এই নিয়েই 'তাসবীর'।
advertisement
অ্যানির ভূমিকায় থাকবেন মমতাজ সরকার। তিস্তা চরিত্রে অনুষ্কা চক্রবর্তী ও তিয়াসার চরিত্রে থাকছেন শুয়েতা চৌধুরী। গুঞ্জন হিসেবে দেখা যাবে মুসকান খাতুনকে। আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে এই সিরিজ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফ্যাশনের ছোঁয়া? চার নারীকে নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে 'তাসবীর', কেন্দ্রে মুমতাজ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement