পর্দায় আবীর-ঋতুপর্ণার গাঢ় প্রেম! কীসের আখ্যান শোনাবে অরিন্দম শীলের 'মায়াকুমারী'

Last Updated:

অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কানন কুমার এবং তাঁর নাতি আহিরের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।

#কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে 'মায়াকুমারী'র ট্রেলার। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে মিলেমিশে একাকার চারের দশকের নস্টালজিয়া এবং বর্তমান সময়ের গতিময়তা।
সিনেমার মধ্যেই সিনেমা। মিশে গিয়েছে গল্প এবং বাস্তব। ছবিতে চারের দশকের জনপ্রিয় নায়িকা মায়াকুমারী। পর্দায় তাঁর নায়ক কানন কুমার। মায়া যখন জনপ্রিয়তার শিখরে, তখনই তিনি রুপোলি পর্দা ছেড়ে অন্তরালে চলে যান তিনি। কেন এই সিদ্ধান্ত, তার নেপথ্যে ব্যক্তিজীবনের টানাপড়েনের প্রভাব কতটা- এমন অনেক প্রশ্নের উত্তর দেবে অরিন্দমের এই ছবি।
advertisement
advertisement
ছবিতে এ হেন পর্দানসীন মায়াকুমারীর জীবন পর্দায় তুলে ধরবেন অনস্ক্রিন পরিচালক ইন্দ্রাশিস রায়। ছবিতে তাঁর চরিত্রের নাম সৌমিত্র মল্লিক।
advertisement
অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কানন কুমার এবং তাঁর নাতি আহিরের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। তাঁদের সঙ্গে অরুণিমা ঘোষ, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্রের মতো অভিনেতারাও কাজ করেছেন এই ছবিতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
পর্দায় আবীর-ঋতুপর্ণার গাঢ় প্রেম! কীসের আখ্যান শোনাবে অরিন্দম শীলের 'মায়াকুমারী'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement