West Bardhaman News : কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

Last Updated:

খোঁজাখুঁজি করতে গিয়েই সামনে আসে হাড়হিম করা দৃশ্য। দেখা যায়, বাড়ির ভিতরেই কাপড়ের ট্রাঙ্কের মধ্যে গুঁজেমুজে ঢোকানো রয়েছে রেখার নিথর দেহ।

+
title=

#দুর্গাপুর,পশ্চিম বর্ধমান: আত্মীয়ের বাড়িতে এসে ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলেন এক মহিলা। ঘটনায় রীতিমতো শোরগোল গোটা দুর্গাপুরে। একইসঙ্গে ঘনাচ্ছে তুমুল রহস্য। দুর্গাপুরের পাওয়ার হাউস সংলগ্ন একটি বাড়িতে কাপড়ের ট্রাঙ্ক থেকে উদ্ধার হয়েছে এক মহিলার পচাগলা দেহ। পলাতক মৃত মহিলার স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেখা মণ্ডল। বয়স আনুমানিক ২৭-২৮ বছর। রেখার স্বামীর নাম সুভাষ। বেশ কয়েকদিন ধরে রেখার খোঁজ না পেয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন তাঁর আত্মীয়া। কিন্তু সেখানে পৌঁছতেই নাকে এসে লাগে পচা দুর্গন্ধ। তখনই তাঁর সন্দেহ হয়। রেখার ভালমন্দ কিছু একটা হয়ে যায়নি তো। সঙ্গে সঙ্গেই অন্যদের নিয়ে রেখার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। আর খোঁজাখুঁজি করতে গিয়েই সামনে আসে হাড়হিম করা দৃশ্য। দেখা যায়, বাড়ির ভিতরেই কাপড়ের ট্রাঙ্কের মধ্যে গুঁজেমুজে ঢোকানো রয়েছে রেখার নিথর দেহ।
advertisement
advertisement
এলাকাবাসীর অনুমান, স্ত্রীকে খুন করে এলাকা ছেড়েছেন রেখার স্বামী। যদিও এটা খুন না আত্মহত্যা, তা মৃতদেহের ময়নাতদন্তের পরেই নিশ্চিত হতে চাইছে পুলিশ। তবে, বাড়ির ভিতরে কাপড়ের ট্রাঙ্কে এভাবে দেহ লুকিয়ে রাখার ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন শহরের মানুষ।
advertisement
রেখা স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী সুভাষের সঙ্গে তাঁর মাঝেমধ্যেই অশান্তি হতো। কিন্তু ঘটনা যে এমন পর্যায়ে পৌঁছবে, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। রেখার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর গোটা পরিবার। দোষীর শাস্তি চাইছেন তাঁরা।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement