Mouni Roy Wedding: প্রেমিক সূরজকে আলিঙ্গন করেই গায়ে হলুদ আর মেহেন্দির অনুষ্ঠানে মাতলেন মৌনি

Last Updated:

Mouni Roy Wedding: মহামারীর তৃতীয় ঢেউয়ের কারণে, মৌনি তাঁর অতিথিদের তালিকা কমিয়েছেন এবং বিয়েতে আসতে হলে অতিথিদের করোনা পরীক্ষা আরটিপিসিআর রিপোর্ট নিয়ে আসার বিষয়টিও নিশ্চিত করেছেন।

#গোয়া: বিয়ের ঘণ্টা বেজেছে! অভিনেত্রী মৌনি রায়ের গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে। বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মৌনির বন্ধুরাও হাজির হয়েছেন উদযাপনে যোগ দিতে। বেশ কিছুকালের জল্পনা কল্পনার পর, অভিনেত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন যে তিনি সত্যিই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। গোয়ায় সমুদ্র সৈকতে মৌনি ও সূরজের আনুষ্ঠানিক বিয়ে ২৭ জানুয়ারি।
View this post on Instagram

A post shared by @mounixworld

advertisement
advertisement
মৌনি এবং হবু বর সূরজ নাম্বিয়ার দু’জনকেই সাদা পোশাকে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে মৌনি একটি সাদা ঐতিহ্যবাহী পোশাকে এবং সূরজ সাদা কুর্তায় সেজে চিত্রগ্রাহকদের পোজ দিচ্ছেন। একটি ভিডিওতে অভিনেত্রী মৌনিকে সূরজকে আলিঙ্গন করতেও দেখা যাচ্ছে।
View this post on Instagram

A post shared by @mounixworld

advertisement
মৌনি মেহেন্দি অনুষ্ঠানে একটি হলুদ রঙের পোশাক পরেছিলেন। অভিনেত্রীর ফ্যান পেজ থেকে অনুষ্ঠানের ভিডিওগুলি শেয়ার করা হয়েছে:
View this post on Instagram

A post shared by @mounixworld

advertisement
ওমকার কাপুর, অর্জুন বিজলানি এবং মনমীত সিংয়ের মতো সেলিব্রিটিরা ইতিমধ্যেই মৌনি এবং সূরজের বিয়ের উদযাপনে মেতে উঠেছেন।
View this post on Instagram

A post shared by @mounixworld

advertisement
বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিনেত্রী মন্দিরা বেদিও। তিনি বর এবং কনের সঙ্গে পোজ দিয়ে গায়ে হলুদ এবং মেহেন্দির ছবি শেয়ার করেছেন তিনি।
View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

advertisement
মৌনি এবং সূরজ কখনই তাঁদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে জানাননি। এই সপ্তাহের গোড়ায় যখন চিত্রসাংবাদিকরা বিয়ের জন্য অভিবাদন জানান, মৌনি তাঁদের ধন্যবাদ জানিয়ে বিয়ের তারিখ ঘোষণা করেন।
মহামারীর তৃতীয় ঢেউয়ের কারণে, অভিনেত্রী মৌনি বিয়ের পরিকল্পনায় কাটছাঁট করেছেন বেশ কিছু। মৌনি তাঁর অতিথিদের তালিকা কমিয়েছেন এবং বিয়েতে আসতে হলে অতিথিদের করোনা পরীক্ষা আরটিপিসিআর রিপোর্ট নিয়ে আসার বিষয়টিও নিশ্চিত করেছেন। সূত্রের খবর, মৌনি নিজের সমস্ত সহকর্মী এবং বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেননি। পরে মুম্বইতে তাঁদের জন্য একটি আয়োজন করবেন বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy Wedding: প্রেমিক সূরজকে আলিঙ্গন করেই গায়ে হলুদ আর মেহেন্দির অনুষ্ঠানে মাতলেন মৌনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement